সোম এবং মঙ্গলবার টানা দুদিন অর্থাৎ ৪৮ ঘন্টা অ্যাপ ভিত্তিক ক্যাবগুলোর ধর্মঘটের ডাক দিলো চালকরা। এর দরুন এই দুদিন কলকাতার রাস্তার নামবেনা প্রায় ২০ হাজার গাড়ি।
ওলা, উবের সহ বিভিন্ন অ্যাপ ভিত্তিক ক্যাবগুলোর পরিষেবা এই দুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন চালকেরা৷ এই ক্যাব সংস্থাগুলোর ওপর একাধিক অভিযোগ রয়েছে ক্যাবের চালক এবং মালিকদের। আর তাই এই ধর্মঘট তারা ডাকতে বাধ্য হয়েছেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, ইদানিং কোনো আগাম নোটিশ না দিয়েই হঠাৎ করে ব্লক করে দেওয়া হচ্ছে বিভিন্ন ক্যাব ড্রাইভারদের আইডি। ফলস্বরূপ হঠাৎ করেই কর্মহীন হয়ে পরছেন তারা। এই ঘটনা আরও একগুচ্ছ অভিযোগ নিয়েই এই ধর্মঘট বলে জানা গিয়েছে৷ ক্যাব চালকদের বক্তব্য, এরপরও অবস্থার পরিবর্তন না হলে আরও বড়সড় আন্দোলনে নামবেন তারা।