কলকাতা

চিড়িয়াখানায় হোর্ডিং লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হলেন ৩, ঘটনায় মৃত ২, আশঙ্কাজনক ১

আজ রাজ্য জুড়ে যখন সার্বিক লকডাউন চলছে তখন তিনজন যুবক হোর্ডিং লাগানোর কাজ করছিলেন আলিপুর চিড়িয়াখানায়। এমন সময় ঘটে বিপত্তি। বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল দুই জনের এবং আশঙ্কাজনক আরও এক।

লকডাউন থাকা সত্ত্বেও বৃহস্পতিবার চিড়িয়াখানায় এক বেসরকারি সংস্থার বিজ্ঞাপনের হোর্ডিং লাগাচ্ছিল তিন কিশোর। সেই সময়ই বিদ্যুত্স্পৃষ্ট হয় তিন জন। যার মধ্যে দু’জনের মৃত্যু ঘটনাস্থলেই হয়। মৃতদের নাম তারিণী ঘোষ এবং প্রদীপ দাস ভদ্র, প্রথমজন মুর্শিদাবাদের বাসিন্দা এবং দ্বিতীয়জন চিংড়িহাটার বাসিন্দা ছিলেন।

তৃতীয় জনের নাম লিন্টন দাস। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু যেখানে লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া বাইরে বেরোনো বারণ, সেখানে কীভাবে তাঁরা চিড়িয়াখানায় হোর্ডিং লাগাচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠছে।

debangon chakraborty

Related Articles

Back to top button