কলকাতা

কল্যাণীর কাছে জাতীয় সড়কে পরে থাকা এক স্বর্ণ ব্যবসায়ীর গহনা ভর্তি ব্যাগ ফেরালেন অ্যাম্বুলেন্স চালক

সোনার কাজ দিতে যাওয়ার সময় একজন ব্যবসায়ীর গাড়ি থেকে সোনার গহনার ভর্তি ব্যাগ হারিয়ে যায়। অন্যদিকে সেই হারিয়ে যাওয়া ব্যাগই খুঁজে পান পৌরসভার এক অ্যাম্বুলেন্স চালক। রাস্তা দিয়ে যাওয়া সময় কল্যাণীর কাছে জাতীয় সড়কের উপর একটি ব্যাগ পড়ে থাকতে দেখে তিনি তা তুলে নিয়ে গিয়ে জমা দেন পৌরসভাতেই |

লকডাউনে এমনি ব্যবসার হাল ভালো যাচ্ছে না তার ওপর গহনার ব্যাগ হারিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন ওই ব্যবসায়ী বিশ্বজিৎ ধর। কিন্তু পৌরসভায় ওই ব্যাগ জমা পরার পর বিশ্বজিৎবাবুর সাথে যোগাযোগ করা হয় এবং উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাঁর হাতে ওই ব্যাগ তুলে দেওয়া হয়। ব্যাগ নিয়ে যান রানাঘাটের ওই ব্যবসায়ী। দুদিন পর ব্যাগ হাতে পেয়ে বেজায় খুশি বিশ্বজিৎ বাবু হয়তো অ্যাম্বুলেন্স চালক শঙ্করবাবুর উপকার কোনদিনও ভুলতে পারবেন না।

লকডাউনে এখন সবারই আর্থিক পরিস্থিতি খারাপ। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যেকোনো মানুষই এত মূল্যবান জিনিস পেলে হাতছাড়া করতে চাইবেন না। কিন্তু শঙ্কর মুখার্জি তা করেন নি। তাঁর মতো মানুষেরা আছেন বলেই হয়তো এখনো মানুষের ওপর বিশ্বাস করা যায়। অ্যাম্বুলেন্স চালক শঙ্করবাবু, এত দামি গহনা দেখেও কোনো লোভ করেননি বরং তার ভিতরে থাকা ফোন নং থেকে ফোন করে সংশ্লিষ্ট ব্যক্তিকে পৌরসভাতে এসে ব্যাগ নিয়ে যেতে বলেন। এই দুর্দিনে দাঁড়িয়েও যে মানুষ তাঁর আদর্শে অবিচল থাকতে পারেন সেটাই প্রমান করলেন শঙ্কর বাবু।

Related Articles

Back to top button