কলকাতা

সানি লিওনি এবার আশুতোষ কলেজের মেধাতালিকায়

কী! খবরটা কী সত্যি? বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম নাকি উঠেছে কলকাতার আশুতোষ কলেজের ইংরাজির মেধাতালিকায়! তবে কি স্বয়ং তিনি ইংরেজি নিয়ে পড়াশোনা করবেন দক্ষিণ কলকাতার স্বনামধন্য এই কলেজে? যার জন্য তিনি নাকি ভর্তির ফর্ম ফিলাপ করে ফেলেছেন। তারা অ্যাপ্লিকেশন নম্বর ৯৫১৩০০৮৭০৪ এবং রোল নম্বর ২০৭৭৭৭-৬৬৬৬! আবার তিনি নাকি পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে পাস করেছেন এই ২০২০ সালেই! আবার বেস্ট অফ ফোরে তাঁর প্রাপ্ত নম্বর ৪০০! অর্থাৎ প্রতিটি পরীক্ষায় একশোয় একশো পেয়েছেন তিনি।

আশুতোষ কলেজে বৃহস্পতিবার প্রকাশিত ইংরাজি মেধাতালিকায় সানি লিওন প্রথম স্থান অধিকার করেছে! তা দেখার পর থেকেই প্রশ্ন উঠে আসছে সত্যিই কি তিনি আশুতোষ কলেজে পড়বেন? আরোও প্রশ্ন উঠে আসছে রুপোলি পর্দার সেই অভিনেত্রীই কি এই মেধাবী?

এই খবর সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় হাসির সাথে সাথে বিতর্কের ঝড় উঠতে শুরু করে। উক্ত বিষয় নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে, তারা অনিচ্ছাকৃত ভুল বলে সাফাই দেয়। কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, ভুল সংশোধনের জন্য সংশ্লিষ্ট দপ্তর কে জানানো হয়েছে। এরই মাঝে উপাধ্যক্ষের বক্তব্য, ‘এটা ঠিক নয়। ভুল অ্যাপ্লিকেশন’।

প্রসঙ্গত, শুধু ইংরেজিতেই নয় কম্পিউটার সায়েন্স বিভাগের মেধাতালিকাতেও নানারকম অসঙ্গতি উঠে এসেছে। যদিও কোনো রুপোলি পর্দার নায়ক বা নায়িকার নাম সেখানে পাওয়া যায়নি। তবে মেধাতালিকায় নামের ভুল, তার সাথে প্রাপ্ত নম্বরের ভুল এবং তারও সাথে সাথে ইয়ার অফ পাসআউটের ভুল ধরা পড়েছে। যার জন্য ভীষণভাবে সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের।

যদিও কলেজ কর্তৃপক্ষ কথা দিয়েছে, ইংরাজি মেধাতালিকায় সানি লিওনের নাম সরিয়ে দেওয়া হবে এবং আরোও যাবতীয় ভুলত্রুটি সংশোধন করে দেওয়া হবে। কিন্তু তারপরেও বিতর্ক পিছু হটছে না। এত বড় একটা কলেজের এইরকম মারাত্মক ভুল কি করে হয়? তার দিকে আঙুল তুলছে পশ্চিমবঙ্গবাসী।

প্রতিবেদনটি লিখেছেন – অন্তরা ঘোষ

debangon chakraborty

Related Articles

Back to top button