৫০ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপির সজল ঘোষ, তবে তৃণমূল এগিয়ে ১৩২টি ওয়ার্ডে

ফের সবুজ ঝড় কলকাতা জুড়ে। ১৯শে ডিসেম্বর হয়েছে কলকাতা পুরসভার নির্বাচন। আজ সেই নির্বাচনের ফলাফল। নির্বাচনের দিন শহরজুড়ে নানান ঘটনা ঘটেছে। ভোটে অনিয়মের অভিযোগ তোলা হয় বিজেপি-সহ নানান বিরোধী দলের তরফে।
এদিন ভোট গণনার শুরু থেকেই সেই চেনা দৃশ্যই উঠে এলো। শহরজুড়ে আধিপত্য দেখান গেল ঘাসফুল শিবিরেরই। শেষ পাওয়া খবর অনুযায়ী, তৃণমূল এগিয়ে রয়েছে ১৩২টি ওয়ার্ডে।
জানা গিয়েছে, ৫টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি। ২টি ওয়ার্ডে এগিয়ে বামেরা ও ২টি ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস। অন্যান্যরা এগিয়ে ৩টি ওয়ার্ডে। ইতিমধ্যেই জানা গিয়েছে যে ৫০ নম্বর ওয়ার্ডে জিতেছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। অন্যদিকে, ১৩৯ ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী শেখ মুস্তাক আহমেদ।
২৪ নম্বর ওয়ার্ডে জিতেছেন তৃণমূল প্রার্থী ইলোরা সাহা। ১৩১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী ছিলেন শোভন চট্টোপাধ্যায়ের পত্নী রত্না চট্টোপাধ্যায়। তিনি এই ওয়ার্ড থেকে জিতেছেন। তবে ২২ নম্বর ওয়ার্ডে নিজের স্থান ধরে রাখতে পেরেছেন বিজেপির মীনাদেবী পুরোহিত।