কলকাতা

ভয়ংকর দুর্ঘটনা হাওড়া ব্রিজে, মুখোমুখি সংঘর্ষ দুটি বাসের, দুমড়ে মুচড়ে গেল বাস, গুরুতর জখম ১২

সকাল সকালই বড় এক দুর্ঘটনা ঘটে গেল হাওড়া ব্রিজের উপর। যাত্রীবোঝাই দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ। এর জেরে আহত হন যাত্রীরা। এই ঘটনায় প্রায় দুমড়ে মুচড়ে গিয়েছে বাস।

জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার সকালে ২৪বি ও ৫৯ নম্বর রুটের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। হাওড়া ব্রিজের ৭ ও ৮ নম্বর পিলারে মাঝের জায়গায় সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে। আর এর জেরে দুটি বাসেরই অবস্থা খারাপ। মুখোমুখি সংঘর্ষের জেরে ক্ষয়ক্ষতি হয়েছে বেশ।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এই সংঘর্ষের জেরে ১২ জন যাত্রীর গুরুতর জখম হওয়ার কথা জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। তাদের কারোর মাথায়, কারোর হাতে তো আবার কারোর পায়ে চোট লেগেছে।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুটি বাসকেই সরানোর ব্যবস্থা করা হয়। এই বাস দুর্ঘটনার জেরে হাওড়া ব্রিজে বেশ কিছুক্ষণ আংশিক বন্ধ থাকে যান চলাচল। এর জেরে হাওড়া ব্রিজ চত্বরে যানজট তৈরি হয়। স্বাভাবিকভাবেই এর জেরে বেশ ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদের। তবে পুলিশের তৎপরতায় ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

Related Articles

Back to top button