Kolkata

অক্সিজেন এবার হাতের মুঠোয়, শহরেই সাধারণ মানুষরা গড়ে তুললেন বিনামূল্যে প্রাণবায়ু পার্লার ‘অক্সিজোন’!

বিজ্ঞাপন

দেশজুড়ে করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে, রোগীদের শ্বাসকষ্টের সঙ্গে বেড়ে চলেছে মেডিক্যাল অক্সিজেন এর জন্য হাহাকার।

বিজ্ঞাপন

শরীরে অক্সিজেন এর সম্পৃক্ততা কমে যাওয়া, ও প্রবল শ্বাসকষ্ট এর সময়ে জীবন ও মৃত্যুর মাঝে সঙ্কটমোচন হলো এই প্রাণবায়ু অক্সিজেন। বহুল উপসর্গের সাথে রোগীদের  হাসপাতালে ভর্তি করা হলেও বহু ক্ষেত্রেই বাড়িতে রেখেই চিকিৎসাও করা যায়, সে ক্ষেত্রে বাড়িতে অক্সিজেনের ব্যবস্থা রাখা জরুরি।

বিজ্ঞাপন

প্রচুর চাহিদার কারণে অনেক জায়গাতেই কালোবাজারি চক্র গড়ে উঠেছে এই অক্সিজেন এর জোগানকে ঘিরে, এমনকি বেশি টাকা দিয়ে কিনতে চাইলেও অক্সিজেন সিলিন্ডার, কন্সেন্ট্রেটর এবং সহযোগী যন্ত্র সব প্রয়োজন অনুযায়ী পাওয়া যাচ্ছে না।

বিজ্ঞাপন

এমন অবস্থায় যখন মেডিক্যাল অক্সিজেন এর আকাল ও দাম বৃদ্ধি পেয়েছে , তখন সাধারণ নাগরিক পরিচালিত অলাভজনক সংস্থা প্রামেয়া ফাউন্ডেশন কলকাতার শ্বাসকষ্টে  ভোগা কোভিড রোগীদের জন্য গড়ে তুললো “অক্সিজোন” যেখানে বিনামূল্যে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

অক্সিজেন এবার হাতের মুঠোয়, শহরেই সাধারণ মানুষরা গড়ে তুললেন বিনামূল্যে প্রাণবায়ু পার্লার 'অক্সিজোন'! 2

এই ফাউন্ডেশনটি ২৪ ঘন্টা ৭ দিন বিনামূল্যে রোগীদের অক্সিজেন দেওয়ার জন্য কলকাতায় পাঁচটি কেন্দ্র গড়ে তুলেছে যা সম্পূর্ণরূপেই সাধারণ মানুষের  এবং এনআরআই দের দানের অর্থে পরিচালিত। অক্সিজোন কেন্দ্রগুলি গড়ে তোলা হয়েছে সল্টলেক, যাদবপুর, সোদপুর এ একটি করে এবং খিদিরপুরে দুটি। পরবর্তী কেন্দ্রটি শীঘ্রই কার্যকরী হয়ে উঠবে ভবানীপুরে।

বিজ্ঞাপন

প্রামেয়া ফাউন্ডেশন এর ট্রাস্টি এবং অক্সিজোনের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একজন গার্গী ভট্ট্যাচার্য্য জানান – ” প্রতিটি কেন্দ্রে  কমপক্ষে  ১০জন রোগীকে একসাথে সেবা করা যাবে, অক্সিজোনগুলিতে বিছানা, মেডিক্যাল সরঞ্জাম, অক্সিজেন সহ সব ব্যবস্থা করতে কেন্দ্র পিছু এক থেকে দুই লক্ষ টাকা করে  লাগছে, সব টাকাই আসছে সাধারণ মানুষের কাছ থেকে দান হিসেবে, সামাজিক মাধ্যমে ((https://www.facebook.com/Oxyzone-107650771498531) বহু মানুষ আমাদের এই চেষ্টা সফল করার প্রতি সহযোগিতার হাত  বাড়িয়ে দিয়েছেন।

প্রয়োজনের এই চরম সময়ে কেন্দ্রগুলি পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রামেয়া ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি মুকুট বিশ্বাস।”

অন্যান্য সহযোগী সংস্থাও যারা  প্রামেয়া ফাউন্ডেশন এর প্রতি সাহায্যের হাত বাড়িয়েছেন, তাদের মধ্যে অন্যতম হল – দেশ ও প্রাণ , ইকোশ প্রজেক্ট , চেঞ্জ ইনিশিয়েটিভ , হেল্প ফর হিন্দ , এস্পায়ার এন্ড গ্লি , অমরজ্যোতি , ইন্ডিয়ান বেঙ্গলি এসোসিয়েশন অফ মন্ট্রিয়েল এবং প্রবাসী বাঙালি আড্ডা।

OXYZONE:

Jadavpur (Near Chittaranjan Park) 8479056127 / 7980466187 / 7003096304
Watgaunj, Khidirpore (Opposite Bari Masjid) 9163617288 / 9836419292
Salt Lake City (GC Block Community centre) 6291307206 / 9903899556 / 9836870456
Sodepur (Abhijatri Sangha Club) 8240189045 / 8420976937 / 7439557014

For emergency please contact : Mukut Biswas – 9874019450

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading