কলকাতা

এবার সম্পূর্ণ কোভিড হাসপাতালে পরিণত হতে চলেছে কামারহাটির সাগরদত্ত মেডিক্যাল কলেজ

এবার সাগর দত্ত মেডিকেল কলেজকে সম্পূর্ণরূপে কোভিড হাসপাতাল বানানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এর আগে কলকাতা মেডিকেল কলেজকে সম্পূর্ণরূপে কোভিড হাসপাতাল হিসেবে তৈরি করা হয়েছিল। এইবার কলকাতার সংলগ্ন কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজকে সম্পূর্ণরূপে ৫০০ শয্যাযুক্ত কোভিড হাসপাতাল বানানো হবে বলে ঘোষণা করা হল।

করোনা যুদ্ধে রাজ্যের দুই মেডিক্যাল কলেজকে সম্পূর্ণ রূপে কোভিড হাসপাতাল তৈরি করা, দেশের মধ্যে এমন ঘটনা প্রথম।

এই হাসপাতালে ৫০০টি শয্যা সম্পূর্ণরূপে করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্তদের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে। যেখানে আইসিইউ ও ভেন্টিলেশন ব্যবস্থা থাকছে, থাকছে সবরকম জীবনদায়ী ব্যবস্থা। কলকাতা মেডিকেল কলেজের পর অদূর ভবিষ্যতে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল সবচেয়ে বড় করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা কেন্দ্র হতে চলেছে।

আগামী সাত দিনের মধ্যেই সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০০ বেডকে করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য উপযোগী করে তোলা হবে। একইসঙ্গে এ শহরে ইতিমধ্যেই করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা কেন্দ্র হিসেবে টালিগঞ্জ এম আর বাঙুর যে হাসপাতাল রয়েছে সেখানে আরো বেড বাড়িয়ে মোট সংখ্যা করা হচ্ছে ৬৭০, সেখানে বাড়ানো হচ্ছে আইসিইউ এবং ভেন্টিলেশন ব্যবস্থা।

debangon chakraborty

Related Articles

Back to top button