কলকাতা

দেবের কারণে প্রাণ ওষ্ঠাগত, অভিনেতার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলেন প্রবীণ দম্পতি

বৃদ্ধা স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। বেশি শব্দ-কোলাহল সহ্য হয় না। সেই কারণে নিরিবিলি জায়গায় কিনেছিলেন ফ্ল্যাট। কিন্তু সেখানেই বা শান্তি কোথায়! ওই ফ্ল্যাটের ওপর তলাতেই থাকেন অভিনেতা তথা সাংসদ দেব। সেখানে নিজের প্রযোজনা সংস্থার অফিস বানিয়েছেন তিনি। ফলে সারাদিন ধরে নানান শব্দের জেরে শান্তি বিঘ্নিত হচ্ছে বৃদ্ধ দম্পতির। সেই কারণে এবার অভিযোগ তুলে দেবের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করলেন প্রবীণ দম্পতি।  

জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে ২০১৫ সালে একটি ফ্ল্যাট কিনেছিলেন অবসরপ্রাপ্ত জকি নিকোলাস বার্ড। স্ত্রী ও মেয়েকে নিয়ে ২৮ তলায় শান্তিতে থাকবেন বলে স্থির করেন তিনি। কিন্তু ফ্ল্যাট কেনা পর থেকেই সমস্যা শুরু হয়। তাদের ঠিক উপরের তলায় রয়েছে দেবের ফ্ল্যাট। অভিযোগ, সেটাই পরে অফিস বানিয়ে সেখানে সাউন্ড রেকর্ডিং-সহ বাকি কাজ করছেন অভিনেতা।

২০১৮ সালে ব্রেন স্ট্রোক হয় নিকোলাস বার্ডের স্ত্রী। দেবের ফ্ল্যাটের তীব্র শব্দের জেরে স্ত্রীর অসুস্থতা বাড়ছে বলে দাবী নিকোলাসের। দেবকে এই নিয়ে অভিযোগও করেছিলেন তিনি। কিন্তু কোনও লাভ হয়নি বলে দাবী তাঁর। শেষমেশ সমস্যার সুরাহা না হওয়ায় হাইকোর্টে মামলা করেন তিনি। গত বছর এই বিষয়ে কলকাতা পুরসভার অবস্থান জানতে চায় হাইকোর্ট। শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে পুরসভা।

অন্যদিকে অভিনেতার দাবী, তিনি কারোর কোনও অসুবিধা করেন নি। তাঁর ওই ফ্ল্যাটে কোনও ব্যবসায়িক কাজ চলছে না। যদিও অভিযোগকারীর মেয়ের দাবী, ওই ফ্ল্যাটে দেবের নানান সিনেমার প্রোমোশনের ছবি রয়েছে। ওই ফ্ল্যাটে দেব থাকেন না তবে সেটি অফিসের কাজে ব্যবহার করা হচ্ছে। আবাসনের সহসচিব কার্যত শব্দ কোলাহলের বিষয়টি স্বীকার করে নিয়েছেন।

ওই দম্পতির আইনজীবী জানান যে পুরসভার আইন অনুযায়ী বসবাসযোগ্য ফ্ল্যাটে কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠান করা যায় না। পুরসভা কী রায় দেয়, তা জানার পর হাইকোর্টে ফের তারা মামলা করবেন বলেও জানান ওই আইনজীবী।

Related Articles

Back to top button