কলকাতা

নোয়াপাড়া মেট্রো কারশেডে চন্দ্রবোড়ার মতো বিষধর সাপের আতঙ্ক! সাপুড়ে খুঁজছে মেট্রো রেল কর্তৃপক্ষ

সম্প্রতি চালু হয়েছে শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো। উন্নতমানের ঝা-চকচকে স্টেশন। কিন্তু এর ঠিক বিপরীত চিত্র ধরা পড়ছে নোয়াপাড়া মেট্রো কারশেডে। সন্ধ্যা নামতেই সাপের আতঙ্ক কারশেডে।

রাতের দিকে নোয়াপাড়া মেট্রো কারশেডে নানা ধরনের কাজ করে কর্মীরা। কিন্তু সেখানে সাপের আনাগোনা শুরু হওয়ায় কাজ করতে অসুবিধা হচ্ছে কর্মীদের। গত দু’মাস ধরে এই নোয়াপাড়া কারশেডে সাপের আতঙ্ক শুরু হয়েছে। এখনও কোনও ব্যবস্থা নেয়নি মেট্রো রেল কর্তৃপক্ষ।

দু’দিন আগে এক ইঞ্জিনিয়ার কর্মী কাজ করতে স্টোরে ঢুকে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। তিনি দেখেন টুল বক্সের ওপর কুণ্ডলী পাকানো কিছু একটা শুয়ে আছে। জানা যায়, কুণ্ডলী পাকানো ওই বস্তুটি চন্দ্রবোড়া সাপ ছাড়া আর কিছু নয়।

এই বিষয়ে মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, ‘‌সাপ ঘোরাফেরা করছে শুনেছি। মেট্রো কর্মীদের নিরাপত্তার বিষয়টি নজরে রাখা হচ্ছে। কারশেড কন্ট্রোলারদের সঙ্গে কথা বলছি। প্রয়োজনে বন দফতরের সঙ্গেও কথা বলা হবে।’‌

Related Articles

Back to top button