Kolkata

Cafe Positive: এশিয়ায় প্রথম কলকাতার বুকে hiv-positive যুবক-যুবতীরা খুলল ক্যাফে! শোরগোল পড়ল নেটপাড়ায়

বিজ্ঞাপন
সাধারণত এইসব মানুষদের দেখলেই আমরা অচ্ছুৎ করে রাখি।আমরা যদি জানতে পারি তারা hiv-positive তাহলে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ঘৃণাভরে তাদেরকে দূরে সরিয়ে দেয়। অথচ এইচআইভি যে ছোঁয়াচে রোগ নয় এ কথাটা আমরা মানতে চাই না। এইচআইভি রোগীদের মনে ও কিছু স্বপ্ন আছে,তারাও সাধারণ মানুষের মতোই বাঁচতে চায়। আর আমাদের কলকাতা বরাবর গোটা বিশ্বকে পথ দেখায়।
সেই জন্য কলকাতায় গড়ে উঠলো এইচআইভি পজিটিভ দিক দিয়ে চালিত প্রথম ক্যাফে। 64A, লেক ভিউ রোড, বালিগঞ্জে তৈরি হলো ক্যাফে পজিটিভ। এখানে 18 ঊর্ধ্ব বেশ কিছু তরুণ তরুণী যারা hiv-positive তারাই মিলে এই ক্যাফেটি খুলেছে। নেট মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই ক্যাফের ছবি। মানুষজন ধীরে ধীরে আসতে শুরু করে দিয়েছেন সেই ক্যাফেতে।
সকলেই কুর্নিশ জানাচ্ছেন hiv-positive রোগীদের এই প্রচেষ্টাকে। সত্যিই তো তারাও তো বাঁচতে চায়। এইটা ফেটে গেলে আপনি পাবেন হরেক ধরনের খাবার। তাই আপনি যদি এইরকম রোগীদের পাশে থাকতে চান তাহলে একবার ঘুরে আসতে পারেন বালিগঞ্জে এই পজিটিভ ক্যাফেতে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading