নয়া পালক বাংলার মুকুটে! মমতার কন্যাশ্রী, সবুজশ্রী, দুর্গাপুজোর কার্নিভ্যালের মতো নানান প্রকল্প এবার লাস ভেগাসে

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সংস্কৃতির উপর জোর দিয়েছেন। বাংলাকে বিশ্বের দরবারে বিশেষ স্থান দেওয়ার জন্য নানান প্রকল্পও এনেছেন তিনি। এবার মুখ্যমন্ত্রীর সেই সব প্রকল্প দেখা যাবে বিদেশের মাটিতে।
আগামী ১ থেকে ৩রা জুলাই পর্যন্ত লাস ভেগাসে অনুষ্ঠিত হতে চলেছে উত্তর আমেরিকার বাঙালি কনফারেন্স। সেখানেই মমতার এই নানান প্রকল্পগুলি প্রদর্শিত হবে বলে জানা যাচ্ছে।
নবান্ন সূত্রে খবর, কন্যাশ্রী, সবুজশ্রী সহ যেসব প্রকল্প স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে, সেগুলিও প্রদর্শন করা হবে। তাছাড়া দুর্গাপুজো UNESCO-র স্বীকৃতি পেয়েছে। সেই সাফল্যও বড় আকারে তুলে ধরা হবে লাস ভেগাসের কনফারেন্সে। দুর্গাপুজোর নানান ভিডিও থেকে শুরু করে রেড রোড কার্নিভ্যালের ভিডিও-ও দেখানো হবে এই প্রদর্শনীতে।
শুধু তাই-ই নয়, পুরনো দিনের বেশ কিছু বিখ্যাত সিনেমা, যার প্রিন্ট নষ্ট হয়ে গিয়েছিল, সেরকম নানান সিনেমার ডিজিটাল প্রিন্টের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এর মধ্যে রয়েছে সত্যজিৎ রায়ের বানানো সিনেমাও। সেই সিনেমাগুলি সম্মেলনে দেখানো হবে বলে জানা গিয়েছে। এছাড়াও, শিল্পের ক্ষেত্রে রাজ্যের সাফল্য তুলে ধরতে তাজপুর বন্দর, সিলিকন ভ্যালির মত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিও প্রদর্শন করা হবে লাস ভেগাসের সম্মেলনে।
প্রবাসী বাঙালিকে বাংলা সংস্কৃতির স্বাদ দিতে ও বিদেশের মাটিতে বাংলার সৃষ্টিকে তুলে ধ্রাই হলে রাজ্য তথ্য সংস্কৃতি দফতরের একমাত্র লক্ষ্য। সেই কারণেই এই ব্যবস্থা। তবে ওয়াকিবহাল মহলের মতে, এই অভিনব উদ্যোগের জেরে রাজ্যের পর্যটন শিল্পে লগ্নি আসার সম্ভবনাও কিন্তু প্রবল।