Kolkata

আমফানের ক্ষতিপূরণ নিয়ে ‘ইচ্ছাকৃত’ জালিয়াতি কলকাতা পুরসভায়! পাঠানো হল দ্বিগুণ টাকা

বিজ্ঞাপন

বর্তমান রাজ্য সরকারের অধীনে জালিয়াতি জিনিসটি অত্যন্ত সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড় আমফানের ত্রাণ এবং ক্ষতিপূরণের টাকা নিয়ে যেভাবে দুর্নীতি হয়েছে এবং এখনও পর্যন্ত হয়ে যাচ্ছে তা দেখে তাজ্জব সাধারণ মানুষ। সম্প্রতি কলকাতা পুরসভার এরকমই একটি জালিয়াতির ঘটনা সামনে এসেছে। অভিযোগ উঠেছে যে ইচ্ছাকৃতভাবে কলকাতা পুরসভার কয়েকজন অফিসার ২৮২টি পরিবারকে যা টাকা পাওয়ার কথা তার থেকে দ্বিগুণ টাকা পাঠিয়ে দিয়েছেন।

বিজ্ঞাপন

সূত্র মারফত জানা যাচ্ছে যে, আমফান ক্ষতিপূরণ বাবদ এই পরিবারগুলিকে কমপক্ষে পাঁচ হাজার টাকা থেকে সর্বোচ্চ কুড়ি হাজার টাকা দেওয়ার কথা ছিল। সেখানে পুরসভার কিছু অফিসারের ‘ইচ্ছাকৃত’ ভুলের জন্য দ্বিগুণ টাকা চলে যায়। এরকমটাই দাবি করেছেন বিরোধীরা।

বিজ্ঞাপন

যদিও এরপরে বরো চেয়ারম্যানদের জানানো হয় যে ওয়ার্ড কো-অর্ডিনেটরদের এই পরিবারগুলির কাছে যেতে হবে এবং অতিরিক্ত টাকা ফেরত নিয়ে আসতে হবে। কিন্তু বাস্তব পরিস্থিতিতে দেখা যাচ্ছে কোন ওয়ার্ড কো-অর্ডিনেটরই সেইভাবে এই কাজ করছেন না। মাত্র ১০ থেকে ১৫টি পরিবার অতিরিক্ত টাকা ফেরত দিয়েছে।

বিজ্ঞাপন

এই পরিস্থিতি সামাল দিতে আপাতত বিপর্যয় মোকাবিলা বাহিনীকে জানানো হয়েছে। এই ঘটনার ফলে কলকাতা পুরসভার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। প্রায় ১৫ লক্ষ টাকা কলকাতা পুরসভার পক্ষ থেকে অতিরিক্ত খরচ করা হয়ে গিয়েছে। যদিও বিরোধীরা দাবি করছেন যে এই টাকা ইচ্ছাকৃতভাবেই খরচা করা হয়েছে যাতে পরে কলকাতা পুরসভার এই দুর্নীতিগ্রস্ত অফিসার সহ শাসক দলের নেতারা টাকাগুলি নিজেরা নিতে পারে। যদিও পুরসভার পক্ষ থেকে এরকম অভিযোগ অস্বীকার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading