ঐতিহাসিক ‘রক্সি’ সিনেমা হল রূপান্তরিত হতে চলেছে অফিসে! খবর কলকাতা পুরসভা সূত্রে

রক্সি সিনেমা হল বাঙালির নস্ট্যালজিয়া। এবার সেই সিনেমা হলেই হবে কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট এবং মার্কেট বিভাগের অফিস। গত বৃহস্পতিবারে মেয়র পরিষদের বৈঠকে এই সিনেমা হলকে পুরসভার অফিস বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
রক্সি সিনেমা হল এতদিন হেরিটেজ হওয়ায় বিভিন্ন জটিলতা তৈরি হয়েছিল। আদালতের নির্দেশে তা আবার সংস্কারের কাজ শুরু হচ্ছে। ধর্মতলা চৌরঙ্গি প্লেসে রয়েছে এই ঐতিহ্যবাহি রক্সি। স্বয়ং সুভাষচন্দ্র বসু এই সিনেমা হলে সিনেমা দেখে গেছেন। আগে এটি অপেরা হাউস ছিল।
রক্সি হেরিটেজ গ্রেড ২(এ) অধীনে। পুরসভার সূত্রে খবর, বিজ্ঞাপন বিভাগের পর এবার অ্যাসেসমেন্ট ও মার্কেট দুটি বিভাগের অফিস করা হবে। পরিষদের বৈঠকে প্রস্তাব পাস হয়েছে। খুব শীঘ্রই।
তবে সিনেমা হলের বাইরে কোনও কাজ করতে পারবে না পুরসভা। এরআগে বেঙ্গল প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডকে সিনেমা হল লিজে দিয়েছিল কলকাতা পুরসভা।