কলকাতা

Lockdown:করোনার কড়া বিধিনিষেধের মধ্যে কলকাতা মেট্রোর সময়সূচিতে আসছে বদল! জানুন বিস্তারিত

আজ রবিবার দুপুর তিনটে নাগাদ রাজ্যে ঘোষণা করা হয়েছে কড়া বিধি নিষেধ। আগামীকাল থেকে গোটা রাজ্যে বন্ধ হয়ে যাচ্ছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। এছাড়াও বন্ধ থাকবে জিম পার্লার স্পা। রেস্টুরেন্ট পানশালা 50% ক্যাপাসিটি নিয়ে খোলা থাকবে। সন্ধ্যে সাতটার পর বন্ধ থাকছে লোকাল ট্রেন। মেট্রো পরিষেবা রাত দশটা পর্যন্ত চলবে কিন্তু সূচিতে এসেছে বেশ কিছু বদল।

এখন নাইট কার্ফু শুরু হয়ে যাচ্ছে রাত দশটা থেকে। তাই মেট্রো চলবে রাত দশটার আগে পর্যন্ত। এতদিন মেট্রো চলত রাত সাড়ে নটা পর্যন্ত। এখন মেট্রো চলবে রাত 9 টা পর্যন্ত। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার রাতের শেষ মেট্রো ছাড়বে রাত 8 টা 48 মিনিটে। মেট্রো চলবে 50% যাত্রী নিয়ে।

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দৈনিক যেভাবে বেড়ে চলেছে তাতেই রাজ্য সরকার আতঙ্কিত হয়ে আগেভাগেই সুরক্ষা ব্যবস্থা নিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 4-5 দিন আগেও যেখানে আক্রান্তের সংখ্যা ঘোরাফেরা করছিল চারশোর কাছাকাছি সেখানে দাঁড়িয়ে বছরের প্রথম দিনে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে চার হাজার এ পৌঁছে যায়। স্বাভাবিকভাবেই চিকিৎসক ও বিশেষজ্ঞরা গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন।

তাই রাজ্য সরকার এইবার আর কোনরকম ঝুঁকি নিতে চাননি। তারা সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে আগে থেকেই কড়া বিধিনিষেধের পথে হাঁটছেন। এখন সাধারণ মানুষ কতটা সতর্ক হন সেটাই দেখার।

Related Articles

Back to top button