কলকাতা

কলকাতার মেট্রো যাত্রীদের জন্য বড় সুখবর, এবার মেট্রো স্টেশনেই মাত্র ২০ টাকায় পেয়ে যান পাওয়ার ব্যাঙ্ক

সফর করতে করতে ফোনের চার্জ চলে যাওয়া নতুন কোনও ঘটনা নয়। এমন প্রায়শই ঘটেই থাকে। এবার ফোনে চার্জ দেওয়ার জন্য নপ্তুন ব্যবস্থা চালু করল মেট্রো রেল কর্তৃপক্ষ। ন্যুনতম টাকায় পাওয়ার ব্যাঙ্ক এবার ভাড়ায় দেবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো স্টেশন চত্বরের অব্যবহৃত জায়গায় এই টাওয়ার বসিয়ে যাত্রী ভাড়ার বাইরের খাতেও এবার রোজগার করতে উদ্যত মেট্রো।

জানা গিয়েছে, নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত উত্তর-দক্ষিণ মেট্রোর ২৪টি স্টেশনেই এই ব্যবস্থা থাকছে। প্রাথমিকভাবে প্রত্যেক স্টেশনে মোবাইল ফোনের দুটি করে পাওয়ার ব্যাঙ্কিং রেন্টাল টাওয়ার বসাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

মেট্রো সূত্রের খবর অনুযায়ী, যাত্রীরা এই দুটি পাওয়ার ব্যাঙ্কিং রেন্টাল টাওয়ার থেকে নিজেদের চাহিদামত পাওয়ার ব্যাঙ্ক বেছে মোবাইলে চার্জ দিতে পারবে। সেটি নিয়ে ২৪টি স্টেশনের মধ্যেই ঘোরাফেরা করতে হবে বলে জানা গিয়েছে। নিজের গন্তব্যের স্টেশন থেকে বেরনোর সময় ফেরত দিতে হবে পাওয়ার ব্যাঙ্ক টাওয়ারে। তখনই নির্দিষ্ট টাকা কেটে নেওয়া হবে।

মেট্রো কর্তৃপক্ষ জানানো হয়েছে, এই পাওয়ার ব্যাঙ্ক ব্যবহারের জন্য অল্প কিছু টাকা দিতে হচ্ছে যাত্রীদের। জানা গিয়েছে, মাত্র ২০ টাকা থেকে এই পাওয়ার ব্যাঙ্ক ভাড়া পাওয়া যাবে। তবে নতুন এই ব্যবস্থা সামগ্রিক ভাবে স্মার্ট ফোন ব্যবহারকারীদের ক্ষেত্রেই সুবিধার হবে।

এর আগে দেশের অন্যান্য শহরের কয়েকটি মেট্রো রেলে যাত্রীদের ব্যবহারের জন্য বৈদ্যুতিক সাইকেল বা স্কুটারও চালু হয়েছে। যা অনেক ক্ষেত্রেই যাত্রীদের বাড়ি পৌঁছনোর ক্ষেত্রে সুবিধা দিচ্ছে। এ ক্ষেত্রেও সেই পদ্ধতি অনুসরণ করেই চার্জার ভাড়া দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।

debangon chakraborty

Related Articles

Back to top button