কলকাতা

Complete Lockdown: আগামী তিন দিন বাংলায় সম্পূর্ণ লকডাউন,ঘোষণা করল প্রশাসন!

কোভিডের তৃতীয় তরঙ্গ হানা দিতেই আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে মানুষ। ঘরে ঘরে মুড়ি-মুড়কির মতো জ্বর-সর্দি-কাশিতে নাজেহাল বাঙালি। করোনা টেস্ট না করালেও বোঝা যাচ্ছে কোভিড পজিটিভ হয়েছে তার কারণ উপসর্গ। কারণ মৃদু আবার কারোর বা তীব্র উপসর্গ দেখা দিচ্ছে। তাই অনেকেই টেস্ট করিয়ে যেমন নিচ্ছেন আবার অনেকেই টেস্ট না করিয়েই খেয়ে নিচ্ছেন প্রয়োজনীয় ওষুধপত্র।

আর এবার করোনা পরিস্থিতির বাড়বাড়ন্ত দেখে তিন দিন সম্পূর্ণ লকডাউন ডাকলো উত্তর 24 পরগনা এলাকার মধ্যমগ্রাম পুরসভার প্রশাসন। আজ সোমবার মধ্যমগ্রাম পুরসভার প্রশাসকমন্ডলী স্থানীয় ক্লাব বাজার কমিটি এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে।সেই বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় আগামী 13 14 এবং 15 ই জানুয়ারি মধ্যমগ্রাম পুরসভার অন্তর্গত সমস্ত দোকানপাট বন্ধ থাকবে এবং চলবে সম্পূর্ণ লকডাউন।

উত্তর 24 পরগনায় ধীরে ধীরে বাড়ছে করোনার হানা। শুধুমাত্র এই জেলায় দৈনিক সংক্রমণ ছাড়িয়ে গেছে হাজারের বেশি। যথেষ্ট আতংকিত সাধারণ মানুষ। তাই আগেভাগেই করোনা রুখতে সতর্ক হল প্রশাসন।

Related Articles

Back to top button