কলকাতা

জোকা-তারাতলা মেট্রো উদ্বোধনে নিজের ‘প্রিয়’ কাননের গুণগান মমতার, ‘দিদি’র মুখে প্রশংসা শুনে আপ্লুত শোভন-বৈশাখী

তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) গিয়েছিলেন বটে। তবে বিজেপিরে বেশিদিন মন টেকে নি। বর্তমানে তিনি আদৌ রাজনীতিতে রয়েছেন কী না, তা নিয়ে বেশ ধন্ধ রয়েছে। এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে তাঁর ‘প্রিয়’ কাননের নাম শোনা গেল। বন্দে ভারত এক্সপ্রেস ও জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধনে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) গুণগান করলেন মুখ্যমন্ত্রী।

বন্দে ভারত এক্সপ্রেস এবং জোকা-তারাতলা মেট্রো প্রকল্পের উদ্বোধনের মাত্র কয়েকঘণ্টা আগেই মা-কে হারান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কারণে এদিন ভারচুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগের কারণে শোকপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার এও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রীর উদ্বোধন করা পাঁচটির মধ্যে চারটি প্রকল্পই তাঁর।

এদিন মমতা মনে করিয়ে দেন যে ১২ বছর আগে অর্থাৎ ২০১০ সালে তিনি রেলমন্ত্রী থাকাকালীন তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেলের উপস্থিতিতে জোকা-তারাতলা মেট্রো প্রকল্পের শিলান্যাস হয়েছিল। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই এদিন মমতার মুখে উঠে আসে তাঁর প্রিয় কাননের কথা।

এদিন মমতা বলেন যে এই জোকা-তারাতলা মেট্রোর জমির সংস্থানে যথেষ্ট ভূমিকা ছিল তৎকালীন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের। তিনি তাঁর ভূমিকা ভোলেন নি। তাঁকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। সঙ্গে এও জানান যে পরবর্তীকালে মেয়র ফিরহাদ হাকিম যথেষ্ট সক্রিয় হয়ে ওঠেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথায় বেশ আপ্লুত শোভন ও বৈশাখীও।

বলে রাখি, ২০১৮ সালে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজনীতি বেশ গরম হয়ে ওঠে। শোভন ও রত্নার বৈবাহিক সম্পর্কে ছেদ করে। শোভন ও বৈশাখীর সম্পর্ক নিয়ে কাঁটাছেড়া শুরু হয়। এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় ২০১৮ সালে মেয়র পদ থেকে ইস্তফা দেন শোভন।

এরপর বিধানসভা নির্বাচনের আগে শোভন ও বৈশাখী যোগ দেন বিজেপিতে। কিন্তু বেশিদিন সেখানে মন টেকে নি তাদের। দু’জনে একসঙ্গেই দল ছাড়েন। চলতি বছরের জুন মাসে আচমকাই নবান্নে দেখা যায় শোভন-বৈশাখীকে। তখনই তাদের তৃণমূলে ফেরার জল্পনা তৈরি হয়। কিন্তু এখনও পর্যন্ত তৃণমূলে যোগ দেন নি তারা। তবে ভাইফোঁটার দিন ‘দিদি’ মমতার বাড়িতে উপস্থিত হয়েছিলেন ভাই কানন।

debangon chakraborty

Related Articles

Back to top button