Kolkata

‘সারপ্রাইজ ভিজিট’! সরস্বতী পুজোর সকালে আচমকাই নিজের কলেজে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়, গান গেয়েও শোনালেন সকলকে

বিজ্ঞাপন

গাড়ি থামিয়ে সোজা যোগমায়া দেবী কলেজ। যাকে বলে একেবারে ‘সারপ্রাইজ ভিজিট’। না, কোনও প্রশাসনিক প্রধান হিসেবে নয় বরং সেই কলেজের প্রাক্তনী হিসেবে ধরা দিলেন তিনি। সরস্বতী পুজোর সকালে আচমকাই নিজের শিক্ষাপ্রতিষ্ঠান যোগমায়া দেবী কলেজে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি, বাকি ছাত্রীদের সঙ্গে একই সুরে গলা মেলালেন তিনি।

বিজ্ঞাপন

আজ, বৃস্পতিবার একইসঙ্গে প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজো উদযাপন করছে বাঙালি তথা গোটা দেশ। নানান স্কুল, কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠানে একদিকে যেমন তেরঙ্গা উত্তোলন করা হয়েছে, তেমনই ধুমধাম করে বাগদেবীর আরাধনার আয়োজন করেছেন পড়ুয়ারা।

বিজ্ঞাপন

যোগমায়া দেবী কলেজও এর ব্যতিক্রম নয়। প্রজাতন্ত্র দিবস পালন ও সরস্বতী পুজো দুই-ই হল কলেজে। এই উপলক্ষ্যে সকাল সকাল শাড়ি পরে সেজেগুজে কলেজে পৌঁছে গিয়েছিলেন ছাত্রীরা। কিন্তু সেখানে যে তাঁদের জন্য এমন একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল, তা তারান কল্পনাও করেননি।

বিজ্ঞাপন

এদিন সকালেই টুইট করে দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে কুচকাওয়াজে উপস্থিত ছিলেন তিনি। সেই অনুষ্ঠান শেষে হঠাৎই তিনি স্থির করেন যে নিজের কলেজ যোগমায়া দেবী কলেজে একবার যাবেন তিনি। যেমন ভাবা তেমন কাজ। বাড়ি ফেরার পথে গাড়ি থামিয়েই চলে যান যতীন দাস পার্ক এলাকার যোগমায়া দেবী কলেজে।

বিজ্ঞাপন

কলেজে গিয়ে ছাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। ছাত্রীদের সঙ্গে সমবেত কণ্ঠে গেয়ে ওঠেন ‘আকাশ ভরা সূর্য তারা’। এমনিতেই সকলের সঙ্গে মিশে যেতে পছন্দ করেন তিনি। এদিনও ফের স্বমহিমায় দেখা মিলল মুখ্যমন্ত্রীর।

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading