Kolkata

বিমানের জ্বালানি ট্যাঙ্কে লিক-এর আশঙ্কায় কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ বিমানের

বিজ্ঞাপন

মাঝআকাশে বিমানের জ্বালানি ট্যাঙ্কে লিক! এমনই আশঙ্কা করেছিলেন বিমানচালক। তাই তড়িঘড়ি কলকাতা বিমানবন্দরেই অবতরণ করানো হল গুয়াহাটিগামী স্পাইসজেটের উড়ানটি। বিমানটিতে ১৮৩ জন যাত্রী ছিলেন। বুধবার সকালে এই ঘটনায় বিমানযাত্রীদের মধ্যেই আতঙ্ক ছড়ায়।

বিজ্ঞাপন

জানা গিয়েছে, এদিন সকাল পৌনে নটা নাগাদ স্পাইসজেটের উড়ান ৬৪৮০-এর বিমানচালক কলকাতা এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে ফোন করে জানান, বিমানের জ্বালানিতে লিক রয়েছে বলে সন্দেহ হচ্ছে তাঁর। সেই কারণে কোনওরকম ঝুঁকি না-নিয়ে বিমানটির জরুরি অবতরণ করতে চান তিনি। এরপর কলকাতা বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণের ব্যবস্থা করা হয় এবং সকাল ৯টা নাগাদ নির্বিঘ্নেই উড়ানটি অবতরণ করে। জরুরি অবতরণের পর বিমানটির পরীক্ষা শুরু করেন কলকাতা বিমানবন্দরের কর্মী-আধিকারিকরা। পরীক্ষার পর তাঁরা জানান, বিমানের জ্বালানি ট্যাঙ্কে কোনও লিক নেই। লিক রয়েছে জলের ট্যাঙ্কে। তা সারানোর কাজ চলছে। এদিকে বিমানের ১৮৩ জন যাত্রী কলকাতা বিমানবন্দরেই অপেক্ষা করছেন। উড়ানটির সমস্যার সমাধান হলে  সেটিতে চড়েই তাঁরা ফের গন্তব্যের দিকে রওনা দেবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading