বিজেপির পুরসভা অভিযানের মিছিলে বাধা পুলিশের, চলল ধ্বস্তাধস্তি, গ্রেফতার অগ্নিমিত্রা পাল-সহ আরও বিজেপি নেতা

ভুয়ো টিকাকরণকাণ্ডের জন্য প্রতিবাদ জানাতে পুরসভা মিছিল করে বিজেপি। কিন্তু সেই মিছিলকে ঘরে ধুন্ধুমার কান্দদ। শেষ মুহূর্তে মিছিলের রাস্তা বদল করা হলেও পুলিশের বাধার মুখে পড়তে হয় মিছিলকে। এর জেরে গ্রেফতার বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মী।
পুলিশের অনুমতি মেলেনি মিছিলের জন্য। কিন্তু ভুয়ো টিকাকরণকাণ্ডে পুরসভা অভিযান করতে অনড় বিজেপি। এদিনের এই মিছিলে ছিলেন দিলীপ ঘোষ থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল, সায়ন্তন বসু, সৌমিত্রা খাঁ-সহ আরও অনেকে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, প্রথমে সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করার কথা বিজেপির নেতা কর্মীদের। এরপর সেখান থেকে নির্মলচন্দ্র দে স্ট্রিট, ওয়েলিংটন স্কোয়ার, রফি আহমেদ কিদোয়াই রোড হয়ে এনএস ব্যানার্জি রোড ধরে মিছিল করে যাওয়ার কথা ছিল কলকাতা পুরসভার দিকে। আজ হিন্দ সিনেমার সামনে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয় বিজেপির মিছিল। মাঝে রাস্তা বদলে চমক দেওয়ার চেষ্টা করে গেরুয়া শিবির। ওয়েলিংটন স্কোয়ারের দিকে যাওয়ার কথা থাকলেও মিছিল আচমকা পথ বদলে গণেশচন্দ্র অ্যাভিনিউ দিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউতে ওঠে মিছিল।
আরও পড়ুন- ‘দলে মরচে ধরেছে, শীর্ষ নেতাদের সরিয়ে তরুণদের প্রাধান্য দেওয়া হোক’, বদল চেয়ে আলিমুদ্দিনে চিঠি কান্তির
কিন্তু সেন্ট্রাল অ্যাভিনিউতে ব্যারিকেড দিয়ে মিছিলে বাধা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় অগ্নিমিত্রা পাল-সহ সায়ন্তন বসু ও আরও কয়েকজন বিজেপি নেতা-কর্মীদের। তাদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় বলে খবর।
এদিকে বিজেপির কর্মীরা পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করলে শুরু হয় ধ্বস্তাধস্তি। শোনা গিয়েছে, অনেক মহিলাই মাটিতে শুয়ে পড়ে পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করে। এই ধ্বস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন বিজেপির এক মহিলা কর্মী। আসলে, করোনা পরিস্থিতিতে পুরসভা অভিযানের অনুমতি দেয়নি পুলিশ। জমায়েত করলে মহামারী আইনে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয় পুলিশের তরফে।
এদিন বিজেপির মিছিল আটকাতে পুরোদমে প্রস্তুত ছিল পুলিশ। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। ওয়াই চ্যানেলেও ছিল পুলিশ ও জল কামান। পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি মোকাবিলার জন্য ছিলেন ৩ জন যুগ্ম-কমিশনার, ২ জন অতিরিক্ত কমিশনার ও ১০ জন ডেপুটি কমিশনার। পুলিশের হস্তক্ষেপে ছত্রভঙ্গ হয়ে যায় বিজেপির মিছিল। যে নেতারা কেন্দ্রীয় নিরাপত্তা পান, তাঁদের সেখান থেকে বের করে নিয়ে যান নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা। জানা যায়, মিছিল ছত্রভঙ্গ হওয়ার পর দিলীপ ঘোষ সহ শীর্ষ নেতারা ফিরে যান মুরলীধর স্ট্রিটে।
অন্যদিকে, এদিন বিজেপির অভিযানের জন্য কলকাতা পুরসভাতেও ছিল বেশ আঁটোসাঁটো নিরাপত্তা। পরিচয়পত্র ছাড়া এদিন কাউকে পুরসভায় ঢুকতে দেওয়া হয়নি। সঠিক কারপ্ন দেখালে তবেই ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে।