কলকাতা

এবার ধনকড়ের রোষে পুলিশের শীর্ষ পদাধিকারীরা, মুখ্যমন্ত্রীকে ট্যুইট রাজ‍্যপালের

রাজ‍্য-রাজ‍্যপাল ট‍্যুইট যুদ্ধ নিত‍্য ডাল-ভাত খাওয়ার মতো অভ্যাসে দাঁড়িয়ে গেছে বঙ্গবাসীর। এবার রাজ‍্যপালের রোষানলে পড়েছেন পুলিশের শীর্ষ পদাধিকারীরা। এই শীর্ষ ব্যক্তিত্বদের সম্পত্তি নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন জগদীপ ধনকড়।মুখ্যমন্ত্রীকে ট্যুইট করে তিনি লেখেন, ‘এঁদের সম্পত্তির হিসেব নেওয়ার সময় এসেছে। হিসেব নিলেই সব কিছু স্পষ্ট হয়ে যাবে।’

তবে কেন‌ও এই ট‍্যুইট?

গতকাল প্রধানমন্ত্রীর সামনে করা মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে এই চিঠি করা হয়েছে। রাজ্যপালের কথায়, ‘গতকাল মুখ্যমন্ত্রীর অসহযোগিতার অভিযোগে আমি অবাক। এই মন্তব্যের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি। যে পদে আপনি আছেন, তাতে এমন কিছু অনভিপ্রেত। আপনি আগে এমন কিছু আমাকে জানাননি। এমন মতামতের কোনও ভিত্তি নেই।’

চিঠিতে ধনকড় আরও বলেন, ‘আমি যা বলেছি, তা বাংলার মানুষের মঙ্গলের জন্য। রাজনীতিতে আমি আগ্রহী ন‌ই। আমার সাংবিধানিক দায়বদ্ধতা নিয়ে আমি আগ্রহী। আমার পরামর্শে আপনার নীরবতার সঙ্গে অমিল সংবিধানের।’ পাশাপাশি, সংবিধান অনুসারে আমার সহযোগিতা আপনি পাবেন বলেও মুখ্যমন্ত্রীকে উল্লেখ করে লেখেন রাজ্যপাল।

debangon chakraborty

Related Articles

Back to top button