কলকাতা

সরস্বতী পুজো বিতর্ক! প্রেসিডেন্সিতে বাগদেবীর আরাধনা নিয়ে সিদ্ধান্ত নিতে এবার ভোটাভুটি শুরু করল তৃণমূল ছাত্র পরিষদ

কর্তৃপক্ষকে কোনওভাবেই রাজি করানো যায় নি। সেই কারণে সরস্বতী পুজোর সিদ্ধান্ত নেওয়ার জন্য এবার জনমত গড়ে তোলার পথে হাঁটল তৃণমূল ছাত্র পরিষদ। ডিরোজিয়ান ভাবধারার এই বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো হবে কী না, তা নিয়ে ভোটাভুটি শুরু হল। রবিবার রাতেই একটি টুইট করে ছাত্র সংগঠনের তরফে একথা জানানো হয়েছে।

আগামী ২৬শে জানুয়ারি সরস্বতী পুজো। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের চিরাচরিত ইতিহাদ বদলে এই বছর ক্যাম্পাসে সরস্বতী পুজো করতে চায় তৃণমূল ছাত্র পরিষদ। ছাত্রছাত্রীদের কথায়, এই নিয়ে ডিন অরুণকুমার মাইতিতে একাধিকবার ইমেল, চিঠি দেওয়া হয়েছে। কিন্তু প্রত্যেকবারই সেই আবেদন খারিজ করে দিয়েছেন তিনি।

যুক্তি হিসেবে দেখানো হয়েছে যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ডিরোজিয়ান ভাবধারায় বিশ্বাসী। এটি একটি ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান। সেই কারণে পুজোর অনুমতি দেওয়া যাবে না। কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত জানানোর পর রবিবার থেকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়। ছাত্রছাত্রীদের একটা বড় অংশ জানায় যে ক্যাম্পাসে পুজোর অনুমতি না মিললে, তারা গেটের সামনেই পুজো করবে।

এই বিষয়টি নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছতে জনমত গড়ে তোলার পথে হাঁটল তৃণমূল ছাত্র পরিষদ। গতকাল, রবিবার রাতেই তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট অরিত্র মণ্ডল একটি টুইট করে ছাত্রছাত্রীদের মতামত নিচ্ছেন। যদি বেশিরভাগ ছাত্রছাত্রি পুজোর পক্ষে থাকে তাহলে পুজো করবে টিএমসিপি।

অন্যদিকে আবার প্রেসিডেন্সির সরস্বতী পুজো নিয়ে আবার রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে সোমবার মন্তব্য করেন, ”ওরা সব জালি হিন্দু, এসব করে লাভ হবে না”। ছাত্র সংগঠনের পরিকল্পনা নিয়ে কেন বিরোধী দলনেতা মন্তব্য করছেন, তা নিয়ে প্রশ্নও তুলেছে টিএমসিপি।

debangon chakraborty

Related Articles

Back to top button