‘সঙ্গী চান? তাহলে এক্ষুনি নাম লেখান’, ভ্যালেন্টাইনস ডে পালন হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, দেওয়া হল বিজ্ঞপ্তি

রাজ্য তথা দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যেই নাম আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। মাঝে মধ্যেই কোনও না কোনও ইস্যু নিয়ে বিতর্ক তৈরি হয় এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে। রাজনৈতিক বিষয় বা অন্য কিছু, সবসময়ই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবারেও সেরকম কিছু ঘটল।
বিতর্কের শুরু একটি বিজ্ঞপ্তিকে ঘিরে। বেশ ভাইরাল হয়েছে এই বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে লেখা, বিশ্ববিদ্যালয়ে আগামী ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে পালন করা হবে। যারা যারা নিজেদের ‘সঙ্গী’ খুঁজে নিতে চায়, তারা যেন আগামী ১০ই ফেব্রুয়ারির মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করে। এও বলা হয়েছে যে সিঙ্গেলরা এই উৎসবে যোগ দিতে পারবে না। শুধু তাই-ই নয়, এই বিজ্ঞপ্তিতে রয়েছে রেজিস্টারের সইও।
তবে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে যে এই বিজ্ঞপ্তিটি ভুয়ো। বিশ্ববিদ্যালয়ের তরফে এরকম কোনও বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। আর রেজিস্টারের সইও জাল করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অবৈধ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এই নিয়ে পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে বলে খবর। এর পাশাপাশি সাইবার ক্রাইমেও অভিযোগ জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে সরকারিভাবে জানানো হয়েছে যে এই গোটা বিষয়টি কেউ মজা করার জন্য করেছে। তবে এই ভুয়ো নোটিশে যেহেতু রেজিস্ট্রারের সই জাল বা নকল করা হয়েছে তাই তা অপরাধ হিসেবেই ধরা হবে।
কর্তৃপক্ষের দাবী, বিশ্ববিদ্যালয়ের নাম খারাপ করা এবং সম্মানহানি করার জন্যই এমন করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, এমনটাই জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।