নিউজ
মাকে হারালেন কৌশানি মুখার্জি! শোকের ছায়া টলিউডে

মাতৃহারা হলেন টলি অভিনেত্রী কৌশানি মুখার্জী। জানা গেছে শুক্রবার মধ্যরাতে বিধান নগরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কৌশানির মা সঙ্গীতা মুখার্জি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
বহুদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন কৌশানির মা। গত ২৩শে অক্টোবর কিডনির সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। এরপরে তাঁর ফুসফুসে সংক্রমণ ছড়ায়। শেষে মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে মারা যান কৌশানীর মা।
মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে অত্যন্ত ভেঙে পড়েছেন কৌশানি। জানা গিয়েছে বান্ধবীর পাশে সব সময় থাকছেন বনি সেনগুপ্ত। বনির মা পিয়া সেনগুপ্ত সংবাদমাধ্যমে জানিয়েছেন, বেশ কিছু শারীরিক সমস্যা ছিল কৌশানির মায়ের। কিডনি ট্রান্সপ্লান্টও হয়েছিল তাঁর।