News

নামোল্লেখ না করে নমোকে ধনখড় নিয়ে নালিশ মমতার, হাতজোড় করে চাইলেন রাজ্যের বকেয়া টাকা

বিজ্ঞাপন

এবার নাম না করে রাজ্যপালের নামে প্রধানমন্ত্রীকে নালিশ ঠুকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও কনফারেন্সে ICMR’এর উন্নত প্রযুক্তিসম্পন্ন ল্যাবরেটরি উদ্বোধনে রাজ্যপালের নাম না করে প্রধানমন্ত্রীকে তিনি বললেন, ”আপনি নন, কিন্তু কেউ কেউ অসহযোগিতা করছেন, যা কাম্য নয়। সবাই তো নির্বাচিত, সকলে মিলে আসুন না কাজ করি।”

বিজ্ঞাপন

এছাড়াও তিনি বললেন, কেন্দ্রের বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই। কেন্দ্র সাহায্য করছে। এছাড়াও তিনি রাজ্যের সামগ্রিক করোনা পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। কেন্দ্র থেকে এই কঠিন পরিস্থিতির মাঝেও এত উন্নত ‌পরীক্ষাগার বাংলায় হওয়ায় কেন্দ্রকে ধন্যবাদ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজ্ঞাপন

এরপর মুখ্যমন্ত্রী মোদিকে অনুরোধ করেন যে প্রধানমন্ত্রী যেন গোটা বিশ্বকে জানান যে বাংলায় করোনার চিকিৎসা সরকারের তরফ থেকে বিনামূল্যে হচ্ছে। এই দৃষ্টান্ত কোথাও নেই। মৃদু উপসর্গযুক্ত করোনা আক্রান্ত রোগীদের জন্য বাংলার সেফ হাউস প্রকল্প এমনিতেই কেন্দ্রের প্রশংসা পেয়েছে। ‌

বিজ্ঞাপন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সেফ হাউসকে সুইট হোমের সঙ্গে তুলনা করেন। এছাড়াও করোনা জয়ীদের নিয়ে যে কোভিড ক্লাব তৈরি হয়েছে বা প্লাজমা ব্যাংক এই সমস্ত কিছুর কথাই তিনি প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে বর্ণনা দেন।

বিজ্ঞাপন

এরপরই তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান যে রাজ্যের পাওনা বকেয়া টাকা যেন কেন্দ্র যত দ্রুত সম্ভব দিয়ে দেয় বাংলাকে না হলে প্রাকৃতিক দুর্যোগ ফান্ড থেকে টাকা নিয়ে তিনি যদি করোনা মোকাবিলার কাজে লাগান তাহলে পরবর্তীকালে প্রাকৃতিক দুর্যোগ হলে তিনি সামলাবেন কি করে? জিএসটির বকেয়া মিটিয়ে দেওয়ার আবেদনও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ”বিপর্যয় পর্বে FRBM শর্তহীন করে দিন।”

প্রসঙ্গত, বকেয়া টাকা নিয়ে রাজ্য কেন্দ্রের মধ্যে ঝামেলা বহুদিন ধরেই চলছে। যখনই মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয় বা টেলিফোনিক বার্তালাপ হয় তখনই মমতা বন্দোপাধ্যায় নরেন্দ্র মোদীর কাছে এই বকেয়া টাকা চেয়ে থাকেন।‌

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading