নিউজ

ভারত জুড়ে বন্ধ একাধিক ট্রেন, বাতিল ট্রেনের মধ্যে রয়েছে শিয়ালদহ-হাওড়ার একাধিক ট্রেন! দেখে নিন কোন কোন ট্রেনগুলি বন্ধ থাকছে

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দেশ জুড়ে বন্ধ থাকবে একধিক লোকাল এবং এক্সপ্রেস ট্রেন। নিত্যযাত্রীরা পড়তে পারেন বিপদের মুখে। কারণ বাতিল ট্রেনের তালিকায় রয়েছে হাওড়া এবং শিয়ালদহের লোকাল ট্রেনও।

জানা গেছে, মোট ১৩৪টি ট্রেন বাতিল করা হয়েছে। তারমধ্যে রয়েছে হাওড়া- মেমারি লোকাল 1.43 PM, হাওড়া- পাণ্ডুয়া লোকাল 11:42 AM, হাওড়া- তারকেশ্বর লোকাল 08.05 PM, 05.42 PM, 01.38 PM, 10.20 AM প্রভৃতি ট্রেন।

এছাড়াও শিয়ালদহ থেকে শিয়ালদা- রাণাঘাট লোকাল 08.00 AM এবং শিয়ালদা- নৈহাটি লোকাল 12.20 PM বন্ধ করা হয়েছে। তবে কী কারণে এই ট্রেনগুলি বন্ধ থাকবে তা জানানো হয়নি।

এই লোকাল ট্রেনগুলি ছাড়াও, আগরতলা-শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং বৃহস্পতিবার কলকাতা থেকে বনগাঁ শাখা হয়ে বাংলাদেশ যাওয়ার ট্রেনটিও বন্ধ থাকবে।

Related Articles

Back to top button