দেশে বিদেশে

ভারতীয় গোয়েন্দাদের বড় সাফল্য, ২৯ বছর পর গ্রেফতার ১৯৯৩ সালের মুম্বই হামলায় অভিযুক্ত দাউদ ঘনিষ্ঠ আবু বকর

বিদেশের মাটিতেই বড় সাফল্য পেল ভারত। ১৯৯৩ সালে মুম্বই হামলায় অভিযুক্ত দাউদ ঘনিষ্ঠ আবু বকরকে গ্রেফতার করল ভারতীয় গোয়েন্দারা। মুম্বইয়ে ধারাবাহিক হামলার ২৯ বছর পর মোস্ট ওয়ান্টেড এই সন্ত্রাসবাদীকে ধরা সম্ভব হল। গতকাল, শুক্রবার আরব আমিরশাহি থেকে আবু বকরকে গ্রেফতার করেছে ভারতীয় গোয়েন্দারা। আমিরশাহি সরকারের সঙ্গে আবু বকরের প্রত্যার্পণের আইনি প্রক্রিয়া চালাচ্ছে ভারত, এমনটাই জানা গিয়েছে।

১৯৯৩ সালে মুম্বই হামলার পর ভারত থেকে পালায় আবু বকর। এরপর পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহিতে আত্মগোপন করেছিল সে। ১৯৯৭ সালে তাকে ধরার জন্য ‘রেড কর্নার নোটিশ’ জারি করা হয়। সেই থেকেই তাকে ধরার চেষ্টা করছে ভারতীয় গোয়েন্দারা। এবার তাকে ধরা সম্ভব হল।

আবু বকরের পুরো নাম আবু বকর আব্দুল গফর শেখ। কুখ্যাত এই অপরাধী সোনা, কাপড়, ইলেকট্রনিক সরঞ্জাম পাচারের সঙ্গেও যুক্ত। এই কাজে তার সঙ্গী ছিল দাউদ কোম্পানির দুই সদস্য মহম্মদ ও মুস্তাফা দোসা।

উল্লেখ্য, ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরশাহিতে ভারতীয় গোয়েন্দাদের একটি দলআবু বকরকে গ্রেফতার করে। কিন্তু সেইসময় নথি সংক্রান্ত গণ্ডগোলের জেরে ছাড়া পেয়ে যায় সে। এবার অবশ্য সেই সম্ভাবনা নেই। গ্রেফতারি সম্পূর্ণ হওয়ার প্রত্যার্পণ প্রক্রিয়া চালাচ্ছেন গোয়েন্দারা।

প্রসঙ্গত, কিছুদিন আগেই পাকিস্তানে মৃত্যু হয় ১৯৯৩ সালে মুম্বই ধারাবাহিক বোমা বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত সেলিম গাজির। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। সেলিম গাজির ছিল দাউদ ও ছোটা শাকিলের ঘনিষ্ঠ। মুম্বই হামলার ‘মোস্ট ওয়ান্টেড’দের তালিকায় নাম ছিল তার। মুম্বই হামলার পর সে দেশ ছেড়ে পালায়।

বলে রাখি, ১৯৯৩ সালের ১২ মার্চে মুম্বই ধারাবাহিক বিস্ফোরণর ঘটনা ঘটে। ওই হামলায় মৃত্যু হয় ২৫৭ জনের। আহতের সংখ্যা ছিল ৭০০-র বেশি। মুম্বই বিস্ফোরণের মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিম পাকিস্তানে। আরেক অন্যতম অভিযুক্ত টাইগার মেমনও পাকিস্তানে বলেই খবর। ২০১৫ সালের ৩০শে জুলাই টাইগারের ভাই ইয়াকুব মেমনের ফাঁসি হয়।

Related Articles

Back to top button