দেশে বিদেশে

‘পদ্মা সেতু দেখতে আসুন’, বাংলাদেশের নতুন সেতু দেখতে যাওয়ার জন্য মমতাকে চিঠি লিখে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক বেশ ভালোই। এর আগেও নানান সময় এর প্রমাণ মিলেছে বটে। এবার নতুন পদ্মা সেতু দেখতে যাওয়ার জন্য মমতাকে চিঠি লিখে আমন্ত্রণ জানালেন শেখ হাসিনা। মমতাকে নিজের হাতে হাসিনা লিখলেন, “আমার আন্তরিক শুভেচ্ছা নেবেন। শেখ হাসিনা”।

কিছুদিন আগেই জনসাধারণের জন্য খুলে গিয়েছে বাংলাদেশের পদ্মা সেতু। এই সেতুর ফলে দুই বাংলার মধ্যে সড়কপথে যাতায়াত আরও বেশি সহজলভ্য হয়ে উঠেছে। এই সেতু দেখার জন্য মমতাকে বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা। তাঁর লেখা এই চিঠিতে পদ্মা সেতুর উল্লেখ দেখে মনে করা হচ্ছে যে সেই সেতু দেখতে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতাকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চিঠিতে তিনি লিখেছেন, “আপনি ইতিমধ্যেই জেনেছেন নিজস্ব অর্থায়নে পদ্মা বহুমুখী সেতু নির্মাণের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদর্শিত পথে আত্মনির্ভরশীল সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে গিয়েছে। এই সেতু বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করবে ও বাণিজ্যিক সম্পর্কে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি”।

শেখ হাসিনা চিঠিতে এও জানিয়েছেন যে আগামী সেপ্টেম্বরে তিনি দিল্লি সফরে যাবেন। সেই সফরে তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা হবে বলেও আশা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মমতাকে শেখ হাসিনা লিখেছেন, “সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ রইল। সেপ্টেম্বর ২০২২-এ আমার নির্ধারিত নয়াদিল্লি সফরকালে আপনার সাথে সাক্ষাতের সুযোগ সৃষ্টি হবে বলে আশা রাখি। দুই বাংলার ভাষা, সংস্কৃতি ও আদর্শগত সাদৃশ্যের উপর ভিত্তি করে বিদ্যমান সম্পর্ককে দৃঢ়তর করতে একযোগে কাজ করার বিকল্প নেই”।

বলে রাখি, গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটিই বাংলাদেশের সবচেয়ে বড় সেতু। এই সেতুর দৈর্ঘ্য প্রায় ছয় কিলোমিটার। এশিয়ার অন্যতম দীর্ঘ পদ্মা সেতু এখন বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। সেই সেতুই সচক্ষে দেখার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে আমন্ত্রণ জানালেন হাসিনা।

Related Articles

Back to top button