দেশে বিদেশে

‘আমি বিজেপির বড় সমর্থক, বিজেপিকে বন্ধু মনে করি’, প্রধানমন্ত্রী মন্ত্রীর ভূয়সী প্রশংসা ব্রিটিশ সাংসদের গলায়, হুঁশিয়ারি শানালেন পাকিস্তানকেও

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি বিবিসি-র তথ্যচিত্র ‘ইন্ডিয়াঃ দ্য মোদী কোশ্চেন’ নিয়ে গোটা বিশ্বে বেশ আলোড়ন পড়েছে। এবার এই তথ্যচিত্র নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ব্রিটিশ সরকার। ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির নেতা বব ব্ল্যাকম্যানের কথায় বিবিসি-র এই তথ্যচিত্র একটি ভারত বিরোধী কর্মসূচি। এর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসাও করেন তিনি।

বব ব্ল্যাকম্যানের কথায়, মোদী ভারতকে একটি শক্তিশালী অর্থনীতি কেন্দ্রে পরিণত করেছেন। তিনি মনে করেন যে ভারত বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি তৈরি হতে পারে। মোদীকে নিয়ে বানানো বিবিসি-র তথ্যচিত্রের বিরোধিতা করে দেশজুড়ে চলছে বিক্ষোভ। এই তথ্যচিত্রকে এবার ‘হলুদ সাংবাদিকতা’ আখ্যা দিলেন বব ব্ল্যাকম্যান। তাঁর কথায়, “এই তথ্যচিত্র সম্প্রপ্রচার করা বিবিসি’র উচিত ছিল না, এটা সম্পূর্ণ মিথ্যার উপর ভিত্তি করে তৈরি একটি তথ্যচিত্র”।

ভারতে বিবিসি-র দিল্লি ও মুম্বই অফিসে হানা দিয়েছে আয়কর দফতর। সেই প্রসঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের ওই সাংসদ বলেন, “এটা তো নতুন কিছুই নয়। বিবিসি ইন্ডিয়ার উচিথ সমস্ত নিয়ম মেনে চলা”। ব্ল্যাকম্যানের কথায়, “বিবিসির উচিত তদন্তে সমস্ত রকম সহযোগিতা করা। তদন্তে কী উঠে আসছে সেই বিষয়ে খেয়াল রাখা”।  

ব্ল্যাকম্যানের আরও দাবী, “ভারত ব্রিটেনের এক শক্তিশালী বন্ধু। এই দুই দেশই তাদের মধ্যে একাধিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে। এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক খারাপ করার চেষ্টা অত্যন্ত দুঃখজনক”। তিনি এও বলেন যে মোদীকে নিয়ে তৈরি বিবিসি-র এই তথ্যচিত্র মিথ্যে প্রচারের জন্য বানানো হয়েছে। মোদীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই এই তথ্যচিত্র বলে দাবী বব ব্ল্যাকম্যানের।

এদিন বব ব্ল্যাকম্যান আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরেই বিজেপির বড় সমর্থক। আমি বিজেপিকে ব্রিটেনের কনজারভেটিভ পার্টির বন্ধু মনে করি”। ব্ল্যাকম্যানের কথায়, মোদী ভারতকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছেন। গুজরাতকে ভারতের অর্থনীতির কেন্দ্রে পরিণত করেছেন তিনি।

Related Articles

Back to top button