পয়গম্বর বিতর্কে নূপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদের জের, প্রবাসী মুসলিমদের গ্রেফতার করল কুয়েত প্রশাসন, পাঠানো হল নির্বাসন কেন্দ্রে

মহানবী হজরত মহম্মদকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মা যে বিতর্কিত মন্তব্য করেছেন, সেই মন্তব্যের কারণে গোটা দেশে নানান প্রতিবাদ বিক্ষোভ দেখা দিচ্ছে। শুধু ভারতই নয়, নানান মুসলিম প্রধান দেশগুলিতেও এই নিয়ে প্রতিবাদের ঝড় তুলেছে মুসলিমরা। এই একই ঘটনা ঘটে কুয়েতেও। তবে এবার এই বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কুয়েত সরকার।
গত শুক্রবার অর্থাৎ ১০ই জুন কুয়েতের ফাহাহিল এলাকায় প্রবাসী মুসলিমরা একজোট হয়ে নূপুর শর্মার মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান। নানান স্লোগান দিতে থাকেন তারা। হজরত মহম্মদ সম্পর্কে বিজেপি নেত্রী যে মন্তব্য করেছেন, তার প্রেক্ষিতে এই প্রতিবাদের ঝড় ওঠে।
একটি ভিডিওতে দেখা যায় প্রায় ৪৫-৫০ জনকে ‘আল্লাহু আকবর’ ও আরও নানান স্লোগান তুলে প্রতিবাদ করছেন। কিন্তু এমন প্রতিবাদ জানানো কুয়েতে বেআইনি। কুয়েতের আইন অনুযায়ী, কোনও বিদেশীরা এভাবে কোনও রাজনৈতিক বিষয়ে প্রতিবাদ বা বিক্ষোভ জানাতে পারেন না। এই কারণে এবার তাদের বিরুদ্ধে পদক্ষেপ করল কুয়েত প্রশাসন।
সূত্রের খবর অনুযায়ী, এই বিক্ষোভকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করেছে প্রশাসন। জানা গিয়েছে, তাদের ভিসা বাতিল করা হয়েছে। তারা যেসমস্ত দেশের বাসিন্দা, তাদের সেই দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কুয়েতের তরফে। আপাতত গ্রেফতার হওয়া বিক্ষোভকারীদের নির্বাসন কেন্দ্রে রাখা হয়েছে বলে খবর।
Expats who took part in Fahaheel protest to be deported#Kuwait #Expats #India #ProphetMuhammad #NupurSharma #Nupur_Sharma #Muslimshttps://t.co/Q9nrvNRhHu
— ARAB TIMES – KUWAIT (@arabtimeskuwait) June 11, 2022
এই বিক্ষোভকারীদের মধ্যে অনেক ভারতীয়ও রয়েছে বলে খবর। তাদের যে শুধু স্বদেশে নির্বাসিত করা হবে এমনটা নয়, তাদের কুয়েতে ফেরত যাওয়াও নিষিদ্ধ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভবিষ্যতে যাতে কোনও প্রবাসী এমন ধরণের প্রতিবাদ বা বিক্ষোভে সামিল না হন, তার জন্যই এমন সিদ্ধান্ত নিয়ে সকলকে আগের থেকেই সতর্ক করতে চাইছে কুয়েত সরকার।
শুধু তাই-ই নয়, কুয়েতের বাসিন্দা যারা এই প্রতিবাদে যোগ দিয়েছিলেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সরকার, এমনটাই জানা গিয়েছে।