সোনার দামে ব্যাপক পতন, একই পথে হাঁটছে রুপোও!

শুক্রবার আরও খানিকটা নেমে গেল সোনার দাম। গত পাঁচ দিন ধরে নিম্নমুখী ভারতীয় সোনার বাজার। নাগাড়ে পড়ে চলেছে সোনার দাম। ঠেকানো যাচ্ছে না কিছুতেই।
শুক্রবার এমসিএক্স সূচকে ০.৭% পতনের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৭,০৮২ টাকা। পাশাপাশি, সূচকে একধাক্কায় কেজিপ্রতি ৮০০ দাম পড়ে যাওয়ায় এ দিন রুপোর দর যাচ্ছে প্রতি দেজি ৪৭,৮০৫ টাকা।
আন্তর্জাতিক বাজারে এ দিন মার্কিন ডলারের দাম চড়ার ফলে সোনার দরে বিশেষ পরিবর্তন চোখে পড়েনি। স্পট গোল্ড সূচকে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৭২৭.২৪ ডলার। ওই সূচকে রুপোর দামেও ০.৪% পতনের ফলে প্রতি আউন্স রুপো বিক্রি হচ্ছে ১৭.৬৪ ডলার।
আন্তর্জাতিক ক্ষেত্রে অতিমারী সংকট মোকাবিলায় অর্থনীতি চাঙ্গা করতে একাধিক উদ্যোগ ও ছাড়ের সুবাদে সোনায় বিনিয়োগের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। মার্চের মাঝামাঝি ত্রৈমাসিক সর্বনিম্ন পতনের পরে প্রায় ২০% চড়তে দেখা গিয়েছে সোনার দাম।
বিশ্বে সোনার চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে এসপিডিআর গোল্ড ট্রাস্টে পর পর দুই দিন মজুত সোনার পরিমাণ বাড়তে দেখা গিয়েছে। বৃহস্পতিবার এই ইটিএফ-এ মোট মজুত সোনা ০.৫% বৃদ্ধির জেরে দাঁড়িয়েছে ১,১৩৫.০৫ টনে।
অন্য দিকে, সোমবার থেকে চালু হওয়া ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আয়োজিত সরকারি গোল্ড বন্ড বিক্রির আজই শেষ দিন। প্রতি গ্রাম হিসেবে বন্ডের ইস্যুর দাম রাখা হয়েছে ৪,৬৭৭ টাকা প্রতি গ্রাম। অনলাইন আবেদন এবং ডিজিটাল পেমেন্টের উপরে ইস্যুতে ৫০ টাকা ছাড় দেওয়া হচ্ছে।