চীনকে S-400 মিসাইল সিস্টেম আপাতত দেবে না রাশিয়া, ভারতে এই সিস্টেম পৌঁছাবে ডিসেম্বরেই

ভারতকে আক্রমণ করার খেসারত পদে পদে দিতে হচ্ছে চীনকে। এমনিতেই করোনাভাইরাস এর উৎস স্থল হওয়ায় গোটা পৃথিবী ক্ষিপ্ত চীনের প্রতি। তার উপর বিগত বেশ কয়েক মাস ধরে বিভিন্ন দেশের ওপর নিজের আধিপত্য কায়েম করার যুদ্ধে নেমেছে। দক্ষিণ চীন সাগরে নিজের রাজত্ব বিস্তার করতে চাইছে চীন। এমনিতেই আমেরিকা চীনের উপর যথেষ্ট রুষ্ট। এবার সেই তালিকায় নাম লেখালো রাশিয়াও। নয়া সমীকরণ তৈরি করে আপাতত বেজিংকে অত্যাধুনিক S-400 মিসাইল সিস্টেম সরবরাহ না করার সিদ্ধান্ত নিয়েছে মস্কো।
এই মিসাইল সিস্টেম কিন্তু ভারতও কিনেছে। ফলে কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে চীনকে মিসাইল সিস্টেম সরবরাহ না করে ভারতকে এই সিস্টেম পৌঁছে দেওয়ার মধ্যে রাশিয়া চীনকে কড়া বার্তা দিল।
চীনও একই কথা বলছে তবে অবশ্যই দোষারোপের সুরে। বেজিংয়ের অভিযোগ তৃতীয় কোন দেশের ইশারাতেই মিসাইল দিচ্ছেনা রাশিয়া। নাম না করলেও ভারতের দিকেই যে ইঙ্গিত করেছে বেজিং তা স্পষ্ট৷
তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন যে সম্প্রতি চরবৃত্তির অভিযোগ চীন ও রাশিয়ার অভ্যন্তরীণ সম্পর্কে এমনিতেই ফাটল ধরেছে। চীনের হাতে গোপন তথ্য তুলে দেওয়ার অভিযোগে, সেন্ট পিটার্সবার্গ আর্কটিক সোশ্যাল সায়েন্স অ্যাকাডেমির প্রেসিডেন্ট বেলেরি মিটকোকে গ্রেপ্তার করেছিল রাশিয়া৷
চীনা পত্রিকা ‘Sohu’-তে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যে মিসাইল সিস্টেম করা নিয়ে মস্কো অনেক জটিলতার সৃষ্টি করেছে। যেমন, এই হাতিয়ারটি পৌঁছে দিতে এবং এর ব্যবহারের জন্য প্রশিক্ষণ দিতে রুশ সেনার অধিকারিকদের চীন যেতে হবে। একইভাবে চীনা সেনার অধিকারিকদেরও প্রশিক্ষণের জন্য রাশিয়া আসতে হতে পারে।
এদিকে বর্তমানে করোনা অতিমারির জন্য তা সম্ভব নয়। তাই রাশিয়া সাফ জানিয়ে দিয়েছে তারা চীনের হাতে এই মিসাইল সিস্টেম তুলে দিতে পারবে না।
প্রসঙ্গত, ২০১৮ সালে রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল সিস্টেমের প্রথম ব্যাচ চীনের হাতে আসে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যখন রাশিয়া সফরে যান তখনই ভ্লাদিমির পুতিন সরকার নিশ্চিত করেছিল ভারতের হাতেও এই মিসাইল সিস্টেম তুলে দেওয়া হবে। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই তা ভারতের হাতে চলে আসবে বলে মনে করা হচ্ছে। ভারতকে মিসাইল সিস্টেম সরবরাহ করার কথা জানালেও চীনের ক্ষেত্রে রাশিয়া সম্পূর্ণ উল্টো পথ ধরেছে।
পাঁচটি অত্যাধুনিক এস-৪০০ (S400) ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা ক্রয় করতে ২০১৮ সালের অক্টোবরে মস্কোর সঙ্গে ৫৪৩ কোটি মার্কিন ডলারের চুক্তি করেছিল দিল্লি। গত ফেব্রুয়ারিতে ‘ফেডারেল সার্ভিস অফ মিলিটারি টেকনিক্যাল কর্পোরেশন অফ রাশিয়া’র ডেপুটি ডিরেক্টর ভ্লাদিমির দ্রঝভ জানিয়েছিলেন, ২০২১ সালের মধ্যেই প্রথম এস-৪০০ সিস্টেম হাতে পাবে ভারত।