দেশে বিদেশে

ভারতে মজে আমেরিকা! রাম মন্দিরের পর টাইমস স্কোয়্যারের পর্দায় ভাসবে তেরঙ্গা!

বিজ্ঞাপন

ভারতের সব বিশেষ দিনের‌ই সঙ্গী হচ্ছে আমেরিকা। এই বছরটা অন‍্যান‍্য বছরের তুলনায় আলাদা। করোনা আক্রমণের মুখে ১৫ই আগস্টের অনুষ্ঠানসূচি কাটছাঁট করেছে মোদী সরকার। কিন্তু জোর দেওয়া হয়েছে ভার্চুয়াল অনুষ্ঠানে। আর তাই এই বছর ১৫ই আগস্ট ভারতের এই আনন্দের দিনে পাশে থাকছে মার্কিন মুলুক‌ও। এই প্রথমবারের মতো ১৫ই আগস্ট মার্কিন মুলুকের টাইমস স্কোয়্যারে ভাসবে ভারতবাসীর গর্বের তেরঙ্গা।

বিজ্ঞাপন

নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে বিশ্বের অন্যতম দ্রষ্টব্য স্থান। এই প্রথমবার সেখানে ভারতীয় বংশোদ্ভূতরা জাতীয় পতাকা উত্তোলন করবেন। নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেক্টিকাটের দ্য ফেডারেশন অব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, “১৫ আগস্ট ইতিহাস তৈরি হবে। এই প্রথমবার স্বাধীনতা দিবসে মার্কিন মুলুকের টাইমস স্কোয়্যারে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হবে।” সেই অনুষ্ঠানে আমন্ত্রিত নিউ ইয়র্কের ভারতীয় কনস্যুলার জেনারেল রনধীর জয়সওয়ালও। তবে শুধু জাতীয় পতাকা উত্তোলনই নয়, স্বাধীনতা দিবসের আগের দিন ১৪ আগস্ট ভারতীয় পতাকার আদলে আলোর মালায় সেজে উঠবে এম্পায়ার স্টেট বিল্ডিংও। সবমিলিয়ে মার্কিন মুলুকে এবার বিশেষভাবে পালিত হবে ভারতের স্বাধীনতা দিবস।

বিজ্ঞাপন

অন‍্যান‍্য বছর আমেরিকার ম্যানহাটনে উদযাপিত হয় ভারতের স্বাধীনতা দিবস। উপস্থিত থাকেন মার্কিন জনপ্রতিনিধিরা। কিন্তু করোনা পরিস্থিতিতে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আর তাই ঐতিহাসিক টাইমস স্কোয়্যারে তেরঙ্গা উড়িয়ে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন একসঙ্গে দেখবে ভারত-আমেরিকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading