দেশে বিদেশে

হাতে বাংলায় লেখা প্ল্যাকার্ড, প্রধানমন্ত্রীর সঙ্গে অনর্গল হিন্দিতে কথোপকথন জাপানি শিশুর, অবাক মোদী, মুহূর্তে ভাইরাল ভিডিও

কোয়াড সামিটে (Quad Summit) যোগ দেওয়ার জন্য জাপানের রাজধানী টোকিও গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সেখানে গিয়ে এক জাপানি শিশুর (Japanese child)সঙ্গে তাঁর কথোপকথনের ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল (viral video)। সেই জাপানি শিশুটিকে মোদীর সঙ্গে অনর্গল হিন্দিতে কথা বলতে শোনা গিয়েছে।

আজ এবং আগামীকাল হতে চলা কোয়াড সামিটে যোগ দেওয়ার জন্য জাপানে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা এবং ভারতকে নিয়ে মূলত এই বৈঠকটি আয়োজিত হয়েছে। এদিন নরেন্দ্র মোদী টোকিও পৌঁছতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দেন সেখানে উপস্থিত ছিলো প্রবাসী ভারতীয় সহ একাধিক জাপানি নাগরিকরা।

প্রধানমন্ত্রীর উদ্দেশে ‘হর হর মোদী’, ‘মোদীজি কি জয়’, ‘বন্দেমাতারাম’, ‘ভারত মাতা কী জয়’, এমন নানান স্লোগান দিতে থাকেন সকলে। এই অভ্যর্থনা মাঝে সেখানে উপস্থিত নানান ব্যক্তির সঙ্গে কথোপকথন সারেন মোদী।

সেই সময়ই সেখানে উপস্থিত ছিল বেশ কিছু জাপানি শিশুও। তাদের মধ্যেই একজন প্রধানমন্ত্রীর সঙ্গে সাবলীল হিন্দি ভাষায় কথা বলতে শুরু করে। সেই কথোপকথনের ভিডিওই ছড়িয়ে পড়েছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। এমনকি, সেই শিশুর হাতে ছিল বাংলায় লেখা প্ল্যাকার্ড যা দেখে প্রধানমন্ত্রী তো বটেই, নেটিজেনরাও বেশ হতবাক।

ছোট্ট শিশুর এমন কথায় মুগ্ধ হন প্রধানমন্ত্রী। তাঁকে তিনি জিজ্ঞেসও করেন, “তুমি এত ভালো হিন্দি কোথা থেকে শিখলে? হিন্দিতে কীভাবে কথা বলছ তুমি”? এমন ভিডিও দেখে নেটবাসীরাও বেশ আপ্লুত।

বলে রাখি, এই কোয়াড সামিটে যোগ দেবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও। তাঁর সঙ্গে আলোচনার পাশাপাশি অস্ট্রেলিয়া ও জাপানের প্রধানমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী। তাঁর এই জাপান সফর যে বেশ তাৎপর্যপূর্ণ, না বলাই বাহুল্য।

Related Articles

Back to top button