দেশে বিদেশে

রামদেবের সংস্থা পতঞ্জলি-সহ ১৬টি ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে কালো তালিকাভুক্ত করল নেপাল

বিজ্ঞাপন

১৬টি ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থার উৎপাদিত পণ্যকে কালো তালিকাভুক্ত করল নেপাল। এই তালিকায় রয়েছে রামদেব বাবার দিব্যা ফার্মেসি যারা পতঞ্জলির নামে ওষুধ বিক্রি করে। নেপালের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে যে এই সংস্থাগুলি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঠিক করে দেওয়া মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হয়েছে।

বিজ্ঞাপন

গত ১৮ই ডিসেম্বর নেপালের ‘ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ দফতর এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করে। তাতে স্থানীয় ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন ওষুধগুলো ফিরিয়ে নেন দ্রুত। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কালো তালিকাভুক্ত ভারতীয় সংস্থাগুলোর উৎপাদিত ওষুধ আমদানি বা বিতরণ করা যাবে না।

বিজ্ঞাপন

নেপাল প্রশাসন সূত্রে খবর, গত এপ্রিল ও জুলাই মাসে নেপালের একটি বিশেষজ্ঞ দল আসেন ভারতে। তারা জানান যে একাধিক ভারতীয় ওষুধ সংস্থা নেপালে ওষুধ রফতানি করতে চায়। সেই কারণে ওই বিশেষজ্ঞ দল ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলির অন্দরে গিয়ে সরেজমিনে পরীক্ষা করে দেখে আসে। তারা জেনে আসে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে মানদণ্ড দিয়েছে, তা ঠিকভাবে রক্ষা করা হচ্ছে কী না। এরপর ডিসেম্বরে এই নিয়ে রিপোর্ট দেয় তারা।

বিজ্ঞাপন

এই কালো তালিকায় রামদেবের সংস্থা ছাড়াও ভারতের র‌্যাডিয়েন্ট পেরেন্টেরালস লিমিটেড, মার্কারি ল্যাবরোটরিজ লিমিটেড, অ্যালায়েন্স বায়োটেক, জ়ি ল্যাবরেটরিজ, ক্যাডিলা হেল্থকেয়ার লিমিটেড, জিএলএস ফার্মা, আইপিসিএ ল্যাব ছাড়াও আরও একাধিক ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থার নাম রয়েছে।

বিজ্ঞাপন

শুধু তাই-ই নয়, গত ১৯শে ডিসেম্বর নেপালের ওষুধ নিয়ন্ত্রক দফতরের তরফে আরও একটি বিজ্ঞপ্তি দিয়ে নির্দেশ দেওয়া হয় যে ভারতের হেলথকেয়ারের ৫০০ মিলিলিটার ও ৫ লিটারের হ্যান্ড স্যানিটাইজার তুলে নিতে হবে। দফতর স্পষ্ট জানিয়েছে যে এই ব্র্যান্ডের স্যানিটাইজার ব্যবহার, বিক্রি ও সরবরাহ বন্ধ করতে হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading