চীনকে চাপে ফেলতে তাইওয়ানের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে আগ্রহী মোদী’র ভারত!

গালওয়ান সংঘর্ষের পর থেকেই চীনের সঙ্গে ক্রমাগত অবনতি হয়েছে ভারতের সম্পর্কের! একইসঙ্গে তাইওয়ানের সঙ্গেও চীনের সম্পর্ক বিষিয়ে গেছে।
ভারতের সঙ্গে দীর্ঘদিন যাবৎই বাণিজ্য করতে আগ্রহী ছিল তাইওয়ান৷ বিগত ৪-৫ বছর ধরেই ব্যবসা সংক্রান্ত চুক্তির জন্য ভারতকে প্রস্তাবও দিয়ে আসছে তারা৷ সম্মতি সেই ভাবে দেয়নি ভারত সরকার।
যেহেতু তাইওয়ানের সঙ্গে চীনের সম্পর্ক ভাল ছিল না, তাই শি জিনপিংয়ের দেশের সঙ্গে সম্পর্কে আগ বাড়িয়ে আর তিক্ততা না বাড়ানোর জন্যই এতদিন তাইওয়ানের সেই প্রস্তাবে সাড়া দেয়নি ভারত৷ কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।
ভারতের সঙ্গে সম্পর্কে অবনতির পাশাপাশি তাইওয়ানের সঙ্গেও সংঘাতের জায়গায় পৌঁছে গিয়েছে চীন সরকার৷ আর এই জটিল পরিস্থিতিতে যথেষ্ট অঙ্ক কষে চীনকে চাপে ফেলতেই ভারত তাইওয়ানের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে আগ্রহী বলে মনে করছে বিশেষজ্ঞ মহল৷
প্রসঙ্গত উল্লেখযোগ্য, এতদিন চীনের চাপেই বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ গুলির সঙ্গে কোনও বাণিজ্যিক লেনদেনে অংশ নিতে পারেনি তাইওয়ান৷ ফলে ভারতের সঙ্গে এ জাতীয় কোনও আলোচনা শুরু করতে পারলে সেটা তাইওয়ানের দিক থেকেও একটা বড় জয় হবে৷ তা ছাড়া, তথ্যপ্রযুক্তি এবং বৈদ্যুতিন সরঞ্জাম উৎপাদনে বিপুল বিনিয়োগ টানতে চাইছে ভারত সরকারও৷ তাইওয়ানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি হলে সেই লক্ষ্য পূরণও হতে পারে বলে আশা৷