দেশে বিদেশে

চীনের ড্রাগন কে তীর ছুড়ে হত্যা করছেন রাম, তাইওয়ানের নিউজ পোর্টালে ছবি প্রকাশ পেতেই নেট দুনিয়ায় হইচই

বিজ্ঞাপন

এবার তাইওয়ানের মিডিয়ায় প্রকাশ পেল ভারতীয় দেবতা রামের ছবি। তাও যে সে বিষয়ে নয়। চীনের ড্রাগন কে তীর ছুঁড়ে হত্যা করছেন রাম, এরকমই এক ফোটো তাইওয়ানের একটি নিউজ পোর্টাল সম্প্রতি প্রকাশ করেছে নিজেদের পোর্টালে। সেই নিয়েই এখন শুরু হয়েছে নেটদুনিয়ায় হইচই।

বিজ্ঞাপন

কী রয়েছে সেই ছবিতে? সেই ছবিতে দেখা যাচ্ছে যে ড্রাগনের দিকে তীর নিশানা করে আছেন রাম। তার পাশে লেখা, “আমরা জিতবো, আমরা মারবো।” গত বুধবার তাইওয়ানের নিউজ পোর্টাল তাইওয়ান নিউজে গালওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘর্ষ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। শিরোনামে লেখা হয়, ‘দিনের ছবি : চীনের ড্রাগনের মুখোমুখি ভারতের রাম।’ তার নীচে লেখা, লাদাখ সীমান্ত বিবাদ নিয়ে চীনের ড্রাগনকে হত্যা করতে প্রস্তুত ভারতের রাম।’

বিজ্ঞাপন

সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই ভাইরাল হয়ে যায়। তাইওয়ান এর সঙ্গে চীনের সম্পর্ক এমনিতেই খারাপ। ১৯৪৮ সালেই চীন থেকে আলাদা হয়ে গিয়েছিল তাই ওয়ান। কিন্তু তাইওয়ানের উপর চীন বরাবরই চাপ সৃষ্টি করার চেষ্টা করে। ভারতের অঞ্চলকে যেমন নিজের বলে দাবি করার চেষ্টা করে যায় চীন সেরকমই তাইওয়ানকেও নিজেদের ভূখণ্ড হিসেবেই এখনও দাবি করে যায় চীন। তার জেরে দু’দেশের সম্পর্ক একেবারে তলানিতে। চলতি মাসেই তাইওয়ান প্রণালীর আশেপাশে যুদ্ধবিমান ওড়াচ্ছিল চীন। তাদের রীতিমতো ভাগিয়ে দিয়েছিল তাইওয়ান বায়ুসেনা। এবারে তাইওয়ানের পোর্টালে চীনকে খোঁচা দিয়ে প্রকাশিত এই ছবি চীনকে রীতিমত চাপেই ফেলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading