মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়’র ‘লন্ডন’ স্বপ্ন বাস্তবায়নের পথে! লন্ডনের টেমসের মতো সেজে উঠবে গঙ্গাপাড়

মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়’র কলকাতাকে ‘লন্ডন’ বানানোর স্বপ্ন ছিল অনেকদিনের। তবে এবার হয়তো সেই স্বপ্ন সত্যি হবার পালা। লন্ডনের টেমস নদীর অনুকূলে গঙ্গার পাড় সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
কলকাতার মিলেনিয়াম পার্ক থেকে দক্ষিণেশ্বর কালী মন্দির পর্যন্ত গঙ্গা তীরবর্তী এলাকা ঢেলে সাজানো হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার দিকে গঙ্গার পশ্চিম পাড়কেও সাজাতে চান । তাঁর ইচ্ছাকে গুরুত্ব দিয়েই গঙ্গার দুই পাড়ের উন্নয়নের রূপরেখা তৈরি করতে একটি ‘মাস্টার প্ল্যান’ তৈরি করছে রাজ্য সরকার।
মিলেনিয়াম পার্ক থেকে দক্ষিণেশ্বর মন্দির পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ গঙ্গার পাড়টিকে সাজানোর জন্য খড়্গপুর আইআইটি বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে রিপোর্ট তৈরি করবে রাজ্য। এই ১৩ কিলোমিটারের মধ্যে আছে বেশ কিছু হেরিটেজ ঘাট। সেগুলি অক্ষত রেখে কী ভাবে উন্নয়ন করা যায়। সেটাই হবে ‘মাস্টার প্ল্যান।’
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘গঙ্গার পাড় সাজানোয় আমরা এতদিন কলকাতার দিকে বেশি নজর দিয়েছি। আগামী দিনে হাওড়ার দিকের পাড়গুলিকেও সমান গুরুত্ব দিয়ে দেখা হবে। আমাদের মুখ্যমন্ত্রীও তাই মনে করেন।’