India

দেশের মুকুটে নয়া সোনালী পালক৷ এবারে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ হলো জয়পুর।

বিজ্ঞাপন

ফের এক গৌরবের দিন সমস্ত ভারতবাসীর নিকট৷ এবারে দেশের মুকুটে জুড়লো আরও এক সোনার পালক। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এবারে ঘোষণা করা হলো রাজস্থানের পিঙ্ক সিটি জয়পুরের নাম।

 

বিজ্ঞাপন

ঐহিত্য এবং ইতিহাসে ঘেরা এই সুন্দর নগরীকে এবারে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষাণা করলো UNESCO। গতকাল দুপুর নাগাদই UNESCO এর তরফে টুইট করে জানানো হয় যে, রাজস্থানের জয়পুর শহর এখন একটি ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’। সঙ্গে তারা অভিনন্দনও দেন ভারতকে৷ UNESCO World Heritage Committee এর তরফে তাদের ৪৩ তম অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এই সংবাদ পাওয়ার পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসিত হয়ে পরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করেন যে, জয়পুর একটি সংস্কৃতি এবং ঐতিহ্যে ভরপুর শহর। জয়পুরের লোকদের আতিথেয়তাই বিশ্বের মানুষদের টানে। আর তাই জয়পুরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণায় তিনি অত্যন্ত খুশি হয়েছেন বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading