India

কাশ্মীরে এনকাউন্টারে খতম ২ জঙ্গি

বিজ্ঞাপন

করোনা আবহেই জঙ্গিদমন ক্ষেত্রে বড় সাফল্য পেল ভারত। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল দুই সন্ত্রাসবাদী। সোমবার আদিল আহমেদ ওয়ানি ওরফে আবু ইব্রাহিম ও শাহিন বসির ঠোকার নামে দুই জঙ্গি নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়। এই দুই জঙ্গি ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর আদর্শে উদ্ধুদ্ধ ইসলামিক স্টেট অব জম্মু ও কাশ্মীর (আইএসজেকে) এর সদস্য বলে সূত্রের খবর।

বিজ্ঞাপন

আজ কুলগামের মাঞ্জগাম এলাকায় ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস (আরআর), সিআরপিএফ ও পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত হয় তারা।  এর আগে ১৯ মে শ্রীনগরের নওয়াকাদাল এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় ২ জঙ্গি।

বিজ্ঞাপন

জানা গিয়েছে, ওয়ানি ও ঠোকার দুজনেই সোপিয়ানের বাসিন্দা। প্রথমজন ২০১৭-র সেপ্টেম্বর, পরের জন গত বছরের ১৫ আগস্ট থেকে সন্ত্রাসবাদী কাজকর্মে সামিল হয়। ঠোকার লস্কর-ই-তৈবা থেকে ইসলামিক স্টেট অনুপ্রাণিত সংগঠনে যোগ দেয় বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনীর সূত্র।

বিজ্ঞাপন

কুলগামের মাঞ্জগামে কয়েকজন জঙ্গির গা ঢাকা দিয়ে থাকার খবর পেয়ে অভিযানে নামে যৌথ দল। তবে তার আগে তারা মিরওয়ানি গ্রামের কয়েকটি বাড়ি কর্ডন করে ঘিরে ফেলে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে দেয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading