দেশ

শিবের মাথায় জল ঢালতে গিয়ে বিপত্তি! ৫ ভক্তকে চেপে দিল ট্রাক, রাস্তায় এখনও রক্ত এবং চামড়া লেগে গাড়ির চাকায়

এই শ্রাবণ মাসে কাঁধে বাঁক নিয়ে বাবা শিবের মাথায় জল ঢালতে যায়। জল ঢালতে যাওয়ার সময় পিছন থেকে পিষে দিল ট্রাক। এ ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে ।

মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের হাথরস জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ২টো ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পুণ্যার্থীরা মধ্য প্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা ছিলেন। শ্রাবণ মাস উপলক্ষে শিবের মাথায় জল ঢালতে এসেছিলেন তাঁরা। কাঁধে বাঁক নিয়ে পায়ে হেঁটেই হরিদ্বার অবধি যাচ্ছিলেন তাঁরা। আচমকাই একটি ট্রাক দ্রুতগতিতে এসে তাঁদের পিষে দেয়।

আগ্রা জ়োনের এডিজি রাজীব কৃষ্ণা জানান, হাথরসের সাদাবাদ পুলিশ স্টেশনের অধীনে থাকা একটি রাস্তায় সাতজন পুণ্যার্থীকে একট ট্রাক চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ তদন্ত করছে। ওই ট্রাকের চালক বর্তমানে পলাতক হলেও,তাঁর সম্পর্কে তথ্য জানা গিয়েছে।

প্রত্যেক বছরই শ্রাবণ মাসে কানওয়ার যাত্রা হয়। দেশের নানা প্রান্ত থেকে মানুষ, বিশেষ করে উত্তর প্রদেশের বাসিন্দারা কাঁধে বাঁক নিয়ে উত্তরাখণ্ডের হরিদ্বারে যান গঙ্গা থেকে জল নিয়ে শিবের মাথায় জল ঢালতে।

debangon chakraborty

Related Articles

Back to top button