দেশ

পাঁচ বছরের শিশুকে ছিঁড়ে খেল পথকুকুররা, দিদির চোখের সামনে ঘটল মর্মান্তিক ঘটনা, চেষ্টা করেও বাঁচাতে পারল না ভাইকে

মর্মান্তিক এক ঘটনা ঘটে গেল মহারাষ্ট্রের নাগপুরে। এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছে গোটা দেশে। শিউড়ে ওঠার মতো ঘটে গেল এক ঘটনা। পাঁচ বছর বয়সী এক শিশুকে ছিঁড়ে খেল পথকুকুররা।

এক নির্মীয়মাণ বিল্ডিংয়ে ওই শিশুকে টেনে নিয়ে যান কয়েকটি কুকুর। সেখান থেকে কোনওভাবে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাটি ঘটেছে গতকাল, শনিবার নাগপুর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে একটি এলাকায়।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী ওই শিশুটি তার দিদির সঙ্গে রাস্তায় বেরিয়েছিল। সেই সময় বেশ কয়েকটি পথ কুকুর আচমকাই ঝাঁপিয়ে পড়ে শিশুটির উপর। সেই সময় তার দিদি ভাইকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। কিন্তু কুকুরের দল তাকে টেন একটি নির্মীয়মাণ বাড়িতে টেনে নিয়ে যায়। শিশুটির দিদি এরপর আতঙ্কে চিৎকার শুরু করতে থাকে।

এই ঘটনার খবর পেয়েই ওই জায়গায় দ্রুত ছুটে যান ওই শিশুর মা-বাব ও পথচারীরা। কোনও প্রকারে কুকুরদের মুখ থেকে শিশুটিকে উদ্ধার করেন তারা। গোটা শরীর রক্তে ভেসে যাচ্ছিল শিশুটির।

এরপর তড়িঘড়ি শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে গেলে  চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, কতোল থানার পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর মামলা রুজু করেছে।

debangon chakraborty

Related Articles

Back to top button