India

তবলিগি জামাতে পর্যটক ভিসায় অংশগ্রহণের অপরাধে ১০ বছরের জন্য ৯৬০ বিদেশিকে কালো তালিকাভুক্ত

বিজ্ঞাপন

মার্চের শেষে যখন এক ধাক্কায় দেশে করোনা সংক্রমন বেড়ে যায় তখন তবলিগি জামাতের ধর্মীয় সমাবেশকে করোনার আঁতুরঘর হিসেবে চিহ্নিত করা হয়েছিল। দেশ বিদেশ থেকে প্রায় শতাধিক লোক এই সভায় অংশগ্রহণ করেন। এই ঘটনায় বিদেশ থেকে আসা সংক্রামিত ব্যক্তিদের থেকে এ দেশে নোভেল করোনাভাইরাস সংক্রমণ ছড়ায় বলে অভিযোগ ওঠে। দিল্লির নিজামুদ্দিনের এই ঘটনা একসময় সংবাদের শিরোনামে উজ্জ্বল থাকত। এরপর দেশের নানা রাজ্য থেকে যাওয়া প্রতিনিধিরাও সভা শেষে নিজ নিজ স্থানে ফিরে যায় করোনার জীবাণুকে সঙ্গে নিয়ে। তখনই অভিযোগ ওঠে, পর্যটক ভিসা নিয়ে ভারতে এসে বিদেশিরা ধর্মীয় সভায় যোগ দিয়েছে। তারা ভিসার শর্ত উলঙ্ঘন করে অপরাধ করেছে।তাই তাদের বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা নেওয়া হবে। এধরনের বিদেশিদের কালো তালিকাভুক্তও করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সরকারি সূত্রে জানানো হয়েছে, তবলিগি জামাতের সাথে যুক্ত থাকার অপরাধে ইতিমধ্যেই ৯৬০ জন বিদেশি নাগরিককে ব্ল্যাকলিস্ট করা হয়। এদের জন্য ভারতের দরজা বন্ধ করা হচ্ছে। তারা ১০ বছর আর ভারতে ঢুকতে পারবে না। তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হল। এছাড়াও তবলিগি জামাতের ধর্মীয় সংস্থানে অর্থ জোগানোর বিষয় তদন্ত চলছে। তাদের অর্থের উৎসের সাথে জড়িত সবারই নাড়ি নক্ষত্র খুঁটিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading