দেশ

ভয়ানক! ইউটিউব দেখে সন্তানের জন্ম দিল ১৫ বছরের কিশোরী, জন্মের পরই সদ্যোজাতের গলা টি’পে মা’র’ল নাবালিকা

সোশ্যাল মাধ্যমে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির সঙ্গে আলাপ হ্যেছিলে এক ১৫ বছরের নাবালিকার। ধীরে ধীরে কথা বলতে বলতে সেই আলাপ গড়ায় বন্ধুত্বে। ক্রমেই ঘনিষ্ঠ হতে থাকে তাদের সম্পর্ক। ওই ব্যক্তির সঙ্গে বাইরে দেখাও করে ওই নাবালিকা। কিন্তু নাবালিকাকে যৌ’ন হেনস্থা করে ওই ব্যক্তি।

এর জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বছর ১৫-এর ওই কিশোরী। ঠিক করে যে সে সন্তানের জন্ম দেবে। কীভাবে বাড়িতেই সন্তানের জন্ম দেওয়া যায়, ইউটিউবে তা নিয়ে ভিডিও দেখে নাবালিকা। সেই ভিডিও দেখেই সন্তানের জন্মও দেয় সে। কিন্তু প্রসবের পরই সদ্যোজাত সন্তানের গলা টি’পে খু’ন করে নাবালিকা। ঘটনাটি ঘটেছে গতকাল, রবিবার মহারাষ্ট্রের নাগপুর শহরের আমবাজারি এলাকায়।

অন্তঃসত্ত্বা হওয়ার খবর বাড়িতে কিছুই জানায়নি ওই নাবালিকা। মাকে জানায় যে তার শরীর খারাপ। এরপরই সে ভাবতে থাকে যে সন্তান জন্মের পর কী করবে। অবশেষে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেয় সে। হাসপাতাল না গিয়ে ঘরেই কী ভাবে সন্তান প্রসব করা হয়, তা নিয়ে ইউটিউবে ভিডিও দেখে নাবালিকা। এরপর সেই ভিডিও দেখেই এক শিশুকন্যার জন্ম দেয় সে। কিন্তু জন্ম দেওয়ার পরই সেই সন্তানকে গলা টি’পে খু’ন করে নাবালিকা।

পুলিশ সূত্রে খবর, ওই মৃত শিশুর দেহ নিজের ঘরে একটি বাক্সের মধ্যে লুকিয়ে রাখে ওই নাবালিকা। জানা গিয়েছে, যে সময় নাবালিকা সন্তানের জন্ম দেয়, সেই সময় বাড়িতে কেউ ছিল না। তার মা বাড়ি ফিরে এসে তাকে জিজ্ঞাসা করে যে তার শরীর কেমন আছে। সেই সময় মা-কে সব ঘটনা জানায় নাবালিকা।

নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত ওই সদ্যোজাতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পকসো আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে এই ঘটনায় কড়া পদক্ষেপ নেবে বলে জানিয়েছে নাগপুর থানার পুলিশ।

Related Articles

Back to top button