‘অযোধ্যার রাম মন্দির গুঁড়িয়ে দেব, সেখানে আবার বাবরি মসজিদ তৈরি হবে’, হুমকি আল কায়দার

অযোধ্যার রাম মন্দিরের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন যে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগেই জনসাধারণের জন্য খুলে যাবে রাম মন্দিরের দরজা। কিন্তু এরই মধ্যে এল আল কায়দার হুমকি। রাম মন্দির ভেঙে গুঁড়িয়ে সেখানে আবার বাবরি মসজিদ তৈরি করবে তারা, এমনই হুমকি দেওয়া হয়েছে।
আল কায়দার নিজস্ব পত্রিকা ‘গজওয়া-এ-হিন্দ’-এ এহেন হুমকি দেওয়া হয়েছে তাদের তরফে। এই পত্রিকায় বলা হয়েছে, “বাবরি মসজিদের ধ্বংসস্তূপের উপরে তৈরি হয়েছে রাম মন্দির। সেটিকে ধ্বংস করে সেখানে আবার বাবরি মসজিদ তৈরি করা হবে”।
গোয়েন্দা দফতরের আধিকারিকদের অনুমান, এই হুমকির পিছনে এমন কেউ বা কারা রয়েছে, যারা ভারতের নানান ঘটনাবলীর সঙ্গে ভালোভাবে পরিচিত। এই পত্রিকায় এও দাবী করা হয়েছে যে ভারতীয় মুসলিমদের জন্য ধর্ম নিরপেক্ষতা শব্দটি অর্থহীন। হিন্দু ও মুসলিমের মধ্যে সুসম্পর্ক আসলে একটা প্রহসন ছাড়া কিছুই নয় বলে দাবী করা হয়েছে ওই পত্রিকায়।
এর আগে ‘ইন্সপায়ার’ নামের একটি পত্রিকার খোঁজ মেলে। সেই পত্রিকা দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন মার্কিন গোয়েন্দারা। সৌদি আরব ও ইয়েমেনের আল কায়দার জঙ্গি নেতৃত্বের পরিচালনায় প্রকাশিত সেই পত্রিকার নতুন সংস্করণ বুঝিয়ে দেয় যে দৈত্যরা ফের জেগে উঠছে। আর সেই দাবী যে কোনওভাবেই মিথ্যা নয়, তা ফের একবার প্রমাণিত হয়েছে।
আফগানিস্তানে তালিবানি শাসন শুরু হওয়ার পর থেকেই ফের আল কায়দার কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। এখন শুধুমাত্র আমেরিকাই নয়, আল কায়দা গোটা বিশ্বের জন্যই ত্রাস। ৯/১১-এর ঘটনা এখনও গোটা বিশ্বের মনে দগদগে। ফের নতুন করে আল কায়দা গোষ্ঠী সক্রিয় হয়ে ওঠায় গোটা বিশ্বের মধ্যেই আতঙ্কের ছাপ পড়েছে। আর এরই মধ্যে রাম মন্দির নিয়ে এহেন হুমকির জেরে ভারতেও আরও বেশি আতঙ্ক ছড়াল।