রঙ লাগতে দেওয়া যাবে না, দোলের আগেই ত্রিপল দিয়ে ঘিরে ফেলা হল মদজিদ, দোলে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির আলিগড়ে

রঙ মর্মে লাগুক কিন্তু মসজিদের গায়ে নয়। সেই কারণে দোলের আগে বড় সিদ্ধান্ত নেওয়া হল পুলিশ-প্রশাসনের তরফে। ঢেকে দেওয়া হল মসজিদ।
আজ দোল উৎসব। গোটা দেশ মেতে উঠেছে রঙের খেলায়। তবে সেই উৎসবের রঙ যাতে মসজিদে কোনওভাবেই না লাগে, সেই কারণে ত্রিপল দিয়ে ঢেকে ফেলা হল উত্তরপ্রদেশের একটি মসজিদ।
উৎসবের মধ্যে যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সেই কারণে উত্তরপ্রদেশ পুলিশ-প্রশাসনের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোলের আগের রাতেই ত্রিপল দিয়ে ঘিরে ফেলা হয়েছে আলিগড়ের হালওয়াইআন এলাকার আব্দুল করিম মসজিদ।
সূত্রের খবর, মসজিদটি যে এলাকায় অবস্থিত সেটি অত্যন্ত স্পর্শকাতর। সেই কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতে গত কয়েক বছর ধরে এইভাবে দোল উৎসবের আগে ঢেকে দেওয়া হয় মসজিদটি।
মসজিদের পরিচালন কমিটির সদস্য হাজী মহম্মদ ইকবাল জানান যে যাতে কেউ ইচ্ছাকৃতভাবে মসজিদের গায়ে রং কিংবা নোংরা কিছু না ছোঁড়ে, তা নিশ্চিত করতেই প্রশাসনের নির্দেশে তা ঢেকে দেওয়া হয়েছে।
এলাকার এক বাসিন্দা জানান, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পরর থেকেই গত কয়েক বছর ধরে দোলের আগে মসজিদটি ঢেকে ফেলা হয়। পুলিশ-প্রশাসনও নজর রাখে যাতে কেউ ইচ্ছাকৃতভাবে রঙ না দেয়।