India

আলিগড় বিশ্ববিদ্যালয়ে লাঠিচার্জ-এ অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, নির্দেশ আদালতের

বিজ্ঞাপন

সিএএ ইস্যুতে ফের উত্তাল হয়েছে দিল্লি। এর মধ্যেই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে লাঠি চার্জের ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি গোবিন্দ মাথুর ও বিচারপতি সমিত গোপালের ডিভিশন বেঞ্চ উত্তরপ্রদেশের ডিজিপি-কে কড়া নির্দেশিকা দিয়ে জানিয়েছে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে লাঠিচালনা এবং ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত পুলিশকর্মীদের অবিলম্বে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা গিয়েছে, গত ডিসেম্বরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ুয়াদের ওপর নির্বিচারে লাঠিচালনা, গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল পুলিশকর্মীদের বিরুদ্ধে। যদিও উত্তরপ্রদেশ পুলিশের তরফে অভিযোগ অস্বীকার করা হয়। এরপর সত্যতা জানতে সেদিনের ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে আদালতের দ্বারস্থ হয় জাতীয় মানবাধিকার কমিশন। এলাহাবাদ হাইকোর্টের এনএইচআরসি-র সেই আবেদন মঞ্জুর করে এবং তাদের সমগ্র ঘটনার রিপোর্ট দেওয়ার ব্যাপারে উত্তরপ্রদেশ পুলিশকে নির্দেশ দেয়। তারপরই ওই ঘটনার তদন্ত শুরু করে এনএইচআরসি। এবার কমিশনের তদন্ত-রিপোর্টের ভিত্তিতেই অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ দিল আদালত। অন্যদিকে, পুলিশের লাঠির আঘাতে আহত ৬ ছাত্রকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading