দেশ

BARC কর্তাদের ঘুষ দিয়ে টিআরপি বাড়ানোর অভিযোগ অর্ণব গোস্বামীর বিরুদ্ধে, বিস্ফোরক মুম্বই পুলিশ

টিআরপি কেলেঙ্কারি নিয়ে ফের একবার সরব মুম্বই পুলিশ। এবার তাদের দাবী, রিপাবলিক টিভির রেটিং বাড়ানোর জন্য BARC কর্তাদের লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছেন অর্ণব গোস্বামী। একবার নয়, বারবার। গতকাল মুম্বই পুলিশ একটি রিমান্ড নোট দাখিল করেছে আদালতে। এই নোটে দাবী করা হয়েছে যে, নিজের পদমর্যাদার অপব্যবহার করে BARC-এর প্রাক্তন সিইও পার্থ দাশগুপ্ত একাধিক টিভি চ্যানেলের টিআরপিতে হেরফের করেছেন। এর জন্য বেশ মোটা অঙ্কের টাকাও নিয়েছেন তিনি। আরও বলা হয় যে, খোদ অর্ণব গোস্বামী রিপাবলিকের হিন্দি ও ইংরেজি চ্যানেলের রেটিং বাড়ানোর জন্য তাঁকে লক্ষ লক্ষ টাকা দিয়েছেন।

এই মামলায় গত ২৫শে ডিসেম্বর BARC অর্থাৎ ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের প্রাক্তন সিইও পার্থ দাশগুপ্তকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। এই মামলায় জড়িত থাকার কারণে এখনও পর্যন্ত প্রায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

মুম্বই পুলিশের দাবী, পার্থ দাশগুপ্ত নিজের এই ভুয়ো টিআরপির কাজটি করতেন। মোটা অর্থের বিনিময়ে তিনি এই কাজ করতেন বলে জানা গিয়েছে। এদিকে পুলিশের দাবী, অর্ণব গোস্বামী পার্থর পাশাপাশি BARC-এর  সিওও রমিল রামঘরিয়াকেও ঘুষ দিতেন। এই ঘুষের টাকায় পার্থ যে সমস্ত মুল্যবান সামগ্রী কিনতেন, সেসবও তাঁর ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। এবার সবচেয়ে উল্লেখ্য ব্যাপার হচ্ছে, অর্ণবের বিরুদ্ধে এই অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে তিনি যে বড়সড় বিপাকে পড়তে চলেছেন, এ বিষয়ে কোনও দ্বিমত নেই।

গত অক্টোবর থেকেই এই মামলায় তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। এর আগে এই মামলায় রিপাবলিক টিভির কর্ণধারকে গ্রেফতার করে পুলিশ। তবে এ সব ব্যাপারই সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে রিপাবলিকের পক্ষ থেকে। এই টিআরপি কেলেঙ্কারির বিরুদ্ধে নিজেদের মতো করে পদক্ষেপ করছে BARC। তবে রিপাবলিক টিভি পাল্টা অভজগ এনেছে যে, প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই মিথ্যে মামলায় রিপাবলিককে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। এর আগেও এই মামলা যাতে মুম্বই পুলিশের হাত থেকে সিবিআইকে হস্তান্তর করা হয়, এ দাবী সুপ্রিম কোর্টে জানায় তারা। কিন্তু শীর্ষ আদালত থেকে সেই দাবী খারিজ করে দেওয়া হয়।

debangon chakraborty

Related Articles

Back to top button