India

দিল্লীতে ট্রাম্প যে হোটেলে থাকবেন তাঁর খুঁটিনাটি জানলে আপনি চমকে যাবেন।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ দিনের জন্য আসছেন ভারত সফরে। আর তাকে স্বাগত জানাতেই সাজো সাজো রব চতুর্দিকে। ব্যতিক্রম নয় রাজধানীর আইটিসি মৌর্য হোটেল। এটি দিল্লিতে আসা বিদেশি অতিথিদের প্রথম পছন্দের হোটেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আপ্যায়ন করার দায়িত্বও এই বিলাসবহুল হোটেলের হাতে। ট্রাম্পকে স্বাগত জানাতে ভারতীয় ঐতিহ্য মেনে লবিতে আঁকা হবে আল্পনা। শাড়ি পরে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন মহিলারা। ট্রাম্পের দল রিপাবলিকানের ম্যাসকটের কথা মাথায় রেখে হোটেলের লবির সাজসজ্জায়ও ব্যবহার করা হবে হাতির মূর্তি বা ছবি।

বিজ্ঞাপন

ট্রাম্পকে স্বাগত জানাতে দিল্লির আইটিসি মৌর্য হোটেলে তৈরি করা হয়েছে সাড়ে চার হাজার বর্গ ফুটের ‘প্রেসিডেন্সিয়াল স্যুট’। এছাড়া ব্যবস্থা থাকছে ‘বুখারা’ রেস্তোরাঁয় তৈরি ‘ট্রাম্প প্ল্যাটার’।

বিজ্ঞাপন

হোটেলের এই লবি থেকে ট্রাম্প লিফট ধরে ১৫ তলায় উঠবেন । এটা হোটেলের গ্র্যান্ড প্রেসিডেন্সিয়ার ফ্লোর। সেখানেই ‘চাণক্য প্রেসিডেন্সিয়াল স্যুট’-এ থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ৷

বিজ্ঞাপন

ট্রাম্পের নিরাপত্তার কথা ভেবে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আলাদা প্রবেশ পথ থাকবে ট্রাম্পের জন্য ৷

বিজ্ঞাপন

জানা গেছে ৪ হাজার ৮০০ বর্গ ফুটের এই স্যুটে রয়েছে দু’টি বিশাল বেড রুম, রিসেপশন, লিভিং রুম, কালো রঙের কাঠের মেঝে, ট্রাম্প-মেলানিয়ার ছবির কোলাজ। এছাড়াও থাকছে চাণক্য স্যুটের মধ্যে পিকক থিমের বারোটি আসনের ডাইনিং রুম। এছাড়া রয়েছে আধুনিক জিম-স্পা।

হোটেলে বসেই দিল্লির দূষণ মাত্রা জানতে পারবেন ট্রাম্প। আটোসাটো নিরাপত্তা। ‘বুখারা’ রেস্তোরাঁর এক্সিকিউটিভ শেফের তৈরি বিশেষ মেনুতে রয়েছে ট্রাম্প প্ল্যাটার। থাকবে ভারতীয় খাবার, মিষ্টি। এছাড়া ট্রাম্পের প্রিয় পদ বেকন অ্যান্ড এগস। থাকবে ডায়েট কোক ও চেরি ভ্যনিলা আইসক্রিম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading